Read In
Whatsapp

Realme GT 5 Pro vs OnePlus 12, এই দুই ফোনের মধ্যে কোনটা বেস্ট? রইলো তুলনা

গতির যুগে যেমন ফোনের ব্যাটারি যেমন শক্তিশালী হচ্ছে তেমন ক্যামেরা, ডিসপ্লে সবই হচ্ছে উন্নত থেকে উন্নত তর। এই গতির যুগে তাল মিলিয়ে চলেছে Realme থেকে Oneplus। খুব সদ্যই Realme লঞ্চ…

Published By: Debosmita Dhar | Published On:

গতির যুগে যেমন ফোনের ব্যাটারি যেমন শক্তিশালী হচ্ছে তেমন ক্যামেরা, ডিসপ্লে সবই হচ্ছে উন্নত থেকে উন্নত তর। এই গতির যুগে তাল মিলিয়ে চলেছে Realme থেকে Oneplus। খুব সদ্যই Realme লঞ্চ করেছে শক্তিশালী চার্জার যুক্ত Realme GT 5 Pro। অপরদিকে দারুন ফিচারস নিয়ে হাজির হয়েছে OnePlus12। দুই ফোন নিয়ে বর্তমানে শোরগোল তুঙ্গে কিন্তু পারফরম্যান্স, ক্যামেরা, ব্যাটারি এই সবের বিচারে সেরা কে! আজকে রইল এই দুই ফোনের তুলনামূলক আলোচনা।

Realme GT 5 Pro Vs OnePlus12

Display –

6.78 inch Full HD+ AMOLED Display সহ আসে Realme-এর ফোনটি। অপরদিকে OnePlus এর মডেলটি 6.82 inch Quad HD+ AMOLED Display সহ আসে

Processor- দুই ফোনেই রয়েছে কোয়েলকম স্ন্যাপড্রাগণ 8Gen 3চিপসেট।

Memory-

Relame এর ফোনটি চারটি স্টোরেজ অপশনের সাথে আসে- 12GB+256GB, 16GB+ 256 GB, 16GB+ 512GB, 16GB+1TB

OnePlus12 চারটি স্টোরেজ অপশন অফার করে- 12GB+256GB, 16GB RAM+ 512GB, 16GB+ 1TB, 24GB RAM+ 1TB.

Camera-

Triple camera সেটআপ উপস্থিত উভয় ফোনেই। Relame এর ফোনটিতে রয়েছে 50MP+50MP+8MP লেন্স। আর Oneplus এ রয়েছে 50MP+64MP+48MP. উভয় ফোনে 32MP-এর ফ্রন্ট ক্যামেরা উপস্থিত।

Battery-

100W fast চার্জিং সাপোর্ট যুক্ত 5400mAh ব্যাটারি সহ আসে Realme GT 5G ও OnePlus 12।

তুলনা করলে দেখা যাচ্ছে Oneplus এর ডিসপ্লে কিছুটা বড়ো এবং রেজোলিউশন কিছুটা বেশি ফলে যারা গেমে হাই ডেফিনেশন কনটেন্ট দেখেন তাদের জন্য এই ফোনটি অগ্রাধিকার পেতে পারে। তবে উভয়েই শীর্ষস্তরের পারফরমেন্স অফার করে যা অ্যাপ্লিকেশনগুলি পরিচালনা করতে এবং সহজে মাল্টিটাস্কিং করতে সক্ষম। রিয়ার ক্যামেরার দিক থেকে OnePlus ভালো অপশন আবার দামের বিচারে সাধ্যের মধ্যে থাকছে Realme GT 5 Pro। এবার আপনি কোনটি বাছবেন তা নির্ভর করবে আপনার প্রয়োজনীয়তার উপর।