Read In
Whatsapp

Nokia 7610 5G: বাজার কাঁপাতে আসছে Nokia 7610 5G, রইল দাম, ফিচার্স সহ সব তথ্য

Nokia 7610 5G: একের পর এক তাক লাগানো স্মার্টফোন নিয়ে বিশ্ব বাজারে ঝড় তুলেছে Nokia। আর এবার অন্যান্য সমস্ত সংস্থাকে টেক্কা দিতে স্মার্টফোন নিয়ে হাজির এই সংস্থা। খুব শীঘ্রই বাজার…

Published By: Debosmita Dhar | Published On:

Nokia 7610 5G: একের পর এক তাক লাগানো স্মার্টফোন নিয়ে বিশ্ব বাজারে ঝড় তুলেছে Nokia। আর এবার অন্যান্য সমস্ত সংস্থাকে টেক্কা দিতে স্মার্টফোন নিয়ে হাজির এই সংস্থা। খুব শীঘ্রই বাজার কাঁপাতে আসছে Nokia 7610 5G। মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই দাম রাখা হয়েছে এই ফোনের। বিগত বেশ কয়েক মাস ধরেই শোনা যাচ্ছে একগুচ্ছ জল্পনা।

সম্প্রতি সংস্থার তরফ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, ভারতের বাজারে সবথেকে ছোট স্মার্ট ফোন লঞ্চ করতে চলেছে তারা। ইতিমধ্যে গ্রহণ করা হয়ে গিয়েছে সমস্ত পরিকল্পনা। এমনকি সোশ্যাল মিডিয়া ঘুরে বেড়াচ্ছে এই ফোনের একগুচ্ছ ছবি। বলা ভালো দুর্দান্ত এই ফোনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন স্মার্টফোন প্রেমীরা। কবে থেকে পাওয়া যাবে বাজারে? এই ফোন কিনতে গেলে কত টাকা পকেট থেকে খসাতে হবে আমজনতাকে? এই প্রতিবেদনে রইলো খুঁটিনাটি।

আরও পড়ুন: Lava Yuva 3 Pro: লঞ্চ হল লাভার নতুন ধাসু ফোন, 9 হাজারের কমে মিলবে 8GB Ram ও 128GB স্টোরেজ

Nokia 7610 5G Features and Specifications

  • Processor- Qualcomm Snapdragon 7 Plus Generation 2, 2.91 GHz, Octa Core Processor
  • Operating System- Android v13
  • RAM- 12 GB
  • Internal Memory- 256 GB
  • Rear Camera- 108 MP
  • Front Camera- 32 MP
  • Battary- 4500 mAh
  • Battary Type- Li-Polymer
  • Display- 6.67 inch
  • Display Type- AMOLED
  • Display Resolution- 1080×2400 Pixels
  • Fingerprint Sensor- Yes
  • Fingerprint Sensor Position- On Screen
  • Launch Date- 2024 (Expected)
  • Price- 52,990 (Rumored)

সূত্রের খবর, আমাদের দেশ ভারতে এই ফোন মূলত দুটি ভ্যারিয়েন্টে লঞ্চ হতে চলেছে। সম্ভবত একেবারে হাই এন্ড ভ্যারিয়েন্টেটি 12 GB RAM এবং 256 GB স্টোরেজ ভার্সনের। বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, এই মডেলটির আনুমানিক দাম হতে পারে 56,000 টাকা। এখন দেখার, অন্যান্য সংস্থার একগুচ্ছ ফোনের সঙ্গে লড়াই ময়দানে ঠিক কতটা সাফল্য পায় Nokia 7610 5G।