Read In
Whatsapp

LAVA Storm 5G: অপেক্ষার অবসান, বাজার কাঁপাতে চলে এলো LAVA Storm 5G

LAVA Storm 5G: দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ভারতের মাটিতে লঞ্চ হয়ে গেল লাভার নয়া ফোন LAVA Storm 5G। পূর্ব নির্ধারিত সূচি মেনেই 21 ডিসেম্বর লঞ্চ করা হলো এই ফোন। যদিও…

Published By: Debosmita Dhar | Published On:

LAVA Storm 5G: দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ভারতের মাটিতে লঞ্চ হয়ে গেল লাভার নয়া ফোন LAVA Storm 5G। পূর্ব নির্ধারিত সূচি মেনেই 21 ডিসেম্বর লঞ্চ করা হলো এই ফোন। যদিও অনেক আগেই সংস্কার তরফে প্রকাশ করা হয়েছিল এই ফোনের টিজার ভিডিও। এমনকি ফোনের ডিজাইন সম্পর্কেও মিলেছিল একগুচ্ছ ধারণা।

বছরের একেবারে শেষে এসে একের পর এক দুর্ধর্ষ ফোন লঞ্চ করে চলেছে Xiomi, Realme, Samsung, Poco-র মতো সংস্থাগুলি। আর এবার সেই তালিকায় নাম লিখিয়ে ফেলল ভারতের স্মার্টফোন সংস্থা LAVA। দুর্ধর্ষ ক্যামেরা এবং ফিচার্স সহ নয়া 5G ফোন LAVA Storm 5G লঞ্চ করল এই সংস্থা। আপাতত কালো এবং সবুজ রঙে পাওয়া যাবে এই ফোন। বাঁদিকে থাকবে বাটান।

আরও পড়ুন: Redmi 13C: বাজার কাঁপাতে হাজির Redmi 13C, রইল ফোনের খুঁটিনাটি তথ্য

না দামি নয় বরং সাধারণ মানুষের পকেটের কথা চিন্তা করে একেবারে কম দামে এই ফোন নিয়ে হাজির হয়েছে সংস্থা। আগেই আভাস মিলেছিল 15000 টাকার মধ্যেই হতে পারে এই ফোনের দাম। কোন কোন স্পেসিফিকেশন রয়েছে এই ফোনে? থাকছে কত মেগাপিক্সেল ক্যামেরা? রইল খুঁটিনাটি।

LAVA Storm 5G Features and Specifications

  • Processor- MediaTek Dimensity 6080, Octa Core (2.4GHz, Dual Core, Cortex A76+2GHz, Hexa Core, Cortex A55)
  • Operating System- Android v14
  • RAM- 8 GB
  • Internal Memory- 128 GB
  • Expendable Memory- Yes, Up to 256 GB
  • Rear Camera- 50 MP + 8 MP
  • Front Camera- 8 MP
  • Battary- 5000 mAh
  • Battary Type- Li-Polymer
  • Display- 6.6 inch
  • Display Type- IPS LCD
  • Display Resolution- 1080 × 2400 Pixels
  • Launch Date- 21 December, 2023
  • Price- 14,999/- (Expected)