Read In
Whatsapp

Malware Virus: ফেস আনলক থেকে ফিঙ্গারপ্রিন্ট, নিমিষে বিকল হয়ে যাবে ফোন! সাবধান থাকুন এই প্রযুক্তির থেকে

8 থেকে 80 এখন সকলের হাতেই রয়েছে স্মার্টফোন।

Published By: Additiya Banerjee | Published On:

Malware Virus: 8 থেকে 80 এখন সকলের হাতেই রয়েছে স্মার্টফোন। আর এই স্মার্টফোনেই গুরুত্বপূর্ণ সমস্ত ডকুমেন্টস সেভ করে রাখা হয়। কিন্তু মাঝেমধ্যেই তা চলে যায় হ্যাকারদের কবলে। তবে সাবধানতা অবলম্বন করলেই ম্যালওয়্যার ভাইরাস (Malware Virus) বা হ্যাকারদের কবল থেকে পাওয়া যাবে মুক্তি। কীভাবে? আজকের প্রতিবেদনে রইল সেই তথ্য।

Malware Virus

যেকোনো সংস্থার স্মার্টফোনেই রয়েছে অ্যাডভান্স সিকিউরিটি। ফলে চট করে হ্যাকাররা ডিভাইসে ঢুকতে পারে না। তবে এমন অনেকেই রয়েছেন যারা সারাদিনই নানান ওয়েবসাইট এবং অ্যাপে ভিজিট করেন। ক্লিক করেন একগুচ্ছ লিঙ্কে। আর এতেই ফোনে ঢুকে যায় ম্যালওয়্যার ভাইরাস (Malware Virus)।

আরও পড়ুন: Recharge-এ পাবেন 5% অবধি Cashback

ম্যালওয়্যার ভাইরাসের লক্ষণ

  • হঠাৎ করেই সাইন আউট হয়ে যেতে পারে গুগল অ্যাকাউন্ট।
  • যেকোনো ওয়েবসাইটে ভিজিট করা মাত্রই অ্যালার্ট নোটিফিকেশন চলে আসবে স্ক্রিনে।
  • আগের তুলনায় অনেকটাই স্লো হয়ে যাবে স্মার্টফোন।
  • নিজের অজান্তেই ফোনের অনেকটা স্পেস দখল হয়ে যাবে।
  • প্রিয়জন কিংবা পরিবারের সদস্যদের কাছে চলে যাবে ভুয়ো মেসেজ।
  • অজান্তেই ফোনে ডাউনলোড হয়ে যাবে অচেনা অ্যাপ।

কীভাবে হওয়া যাবে সতর্ক

  • স্মার্টফোনে সর্বদা অন রাখতে হবে Play Protect অপশন।
  • এর জন্য প্রথমেই প্লে স্টোরে গিয়ে প্রোফাইল আইকনে ক্লিক করে সেটিংস অপশনে চলে যেতে হবে। এরপর স্ক্যান করে নিতে হবে ফোনে থাকা সমস্ত অ্যাপ।
  • যদি কোনো অ্যাপ ক্ষতিকারক থেকে থাকে তাহলে তৎক্ষণাৎ তা আনইন্সটল করতে হবে।
  • ফোনে সফটওয়্যার সব সময় লেটেস্ট ভার্সনে আপটুডেট রাখা উচিত।
  • অজানা ওয়েবসাইটে প্রবেশ করার আগে অবশ্যই ব্রাউজারের সেটিং অপশনে গিয়ে প্রাইভেসি সিকিউরিটি এবং সেভ ব্রাউজিং অপশনটি অন করতে হবে।