Read In
Whatsapp

Realme-কে টেক্কা দিতে ঝ্যাকাস ক্যামেরা ও পাওয়ারফুল প্রসেসর নিয়ে আসছে Redmi 13C, লঞ্চ হবে এইদিন

Xiaomi ভারতে তাদের পরবর্তী Redmi ব্র্যান্ডিংয়ের স্মার্টফোন নিয়ে আসার তোড়জোড় শুরু করেছে। এবার আসতে চলেছে Redmi 12C এর উত্তরসূরী। বেশ কয়েক মাস ধরেই চর্চায় ছিল রেডমির আসন্ন এই ফোনটি, অবশেষে…

Published By: Debosmita Dhar | Published On:

Xiaomi ভারতে তাদের পরবর্তী Redmi ব্র্যান্ডিংয়ের স্মার্টফোন নিয়ে আসার তোড়জোড় শুরু করেছে। এবার আসতে চলেছে Redmi 12C এর উত্তরসূরী। বেশ কয়েক মাস ধরেই চর্চায় ছিল রেডমির আসন্ন এই ফোনটি, অবশেষে অপেক্ষার অবসান। জানা যাচ্ছে আরো শক্তিশালী মিডিয়াটেক হেলিও G99 প্রসেসর সহ আসতে চলেছে Redmi 13Cইতিমধ্যে এই ফোনটি চীনসহ বিশ্বের অনেক বাজারে উন্মোচিত হয়ে গেছে এবার ভারতে আসার পালা। খবর মিলেছে এই ফোন ভারতে লঞ্চ করা হবে 6th December। সূত্র মারফত খবর মিলেছে ফোনটির ভারতীয় ভার্সনটি কিছু আপগ্রেডেড হার্ডওয়ার পেতে চলেছে।

Price :- এন্ট্রি লেভেলের সেগমেন্টেই আসতে চলেছে Redmi 13C। আশা করা হচ্ছে এর দাম 10 হাজারের নীচেই থাকবে। উল্লেখ্য নাইজেরিয়াতে ফোনটির 4GB+ 128GB মডেলটির দাম রাখা হয়েছে 10,200 টাকা।

Color Option :- Redmi 13C স্টারডাস্ট ও স্টার শাইন বিকল্পে পাওয়া যাবে।

Specification :- 

  • Processor – শক্তিশালী মিডিয়াটেক হেলিও G99 প্রসেসর সহ আসবে ফোনটি।
  • Display – রিপোর্টে বলা হয়েছে এতে 90Hz রিফ্রেশ রেট এবং HD রেজোলিউশন সমর্থিত 6.74 inch LCD ডিসপ্লে থাকবে।
  • Camera – ফোনটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। তার মধ্যে এর প্রধান ক্যামেরাটি হবে 50MP-এর। বাকিগুলো হলো 2MP ডেপ্থ সেন্সর, 2MP ম্যাক্রো camera ও 5MP ফ্রন্ট ক্যামেরা।
  • Battery – এই বাজেট ফ্রেন্ডলি স্মার্ট ফোনটিতে 18W ফাস্ট চার্জিং তারযুক্ত 5000mAh Battery রয়েছে।
  • Storage – 128Gb/256Gb এই দুটি ভেরিয়েন্টে উপলব্ধ ফোনটি।
  • Software – সফটওয়্যার হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম ভিত্তিক MIUI 14 CASTOM SCREEN।