Read In
Whatsapp

iQOO 12 vs Vivo X100: আপকামিং দুই ফোনের মধ্যে কোনটা সেরা? ফিচার্স দেখে বুঝে নিন

Vivo বা iQOO ভারতীয় বাজারে দুই কোম্পানিই এই মুহূর্তে বেশ জনপ্রিয়। আপনি যদি বর্তমানে একটি নতুন ফোন কেনার কথা ভাবছেন এবং এই দুইয়ের এর মধ্যে কোন কোম্পানির ফোন কিনবেন তা…

Published By: Debosmita Dhar | Published On:

Vivo বা iQOO ভারতীয় বাজারে দুই কোম্পানিই এই মুহূর্তে বেশ জনপ্রিয়। আপনি যদি বর্তমানে একটি নতুন ফোন কেনার কথা ভাবছেন এবং এই দুইয়ের এর মধ্যে কোন কোম্পানির ফোন কিনবেন তা নিয়ে দ্বন্ধে আছেন তাহলে আপনার জন্য রইল এই প্রতিবেদন। আজকে আমরা বলতে চলেছি iQOO 12 ও Vivo X100 সম্পর্কে। স্পেসিফিকেশন, দাম ও অন্যান্য ফিচার্স দেখে ঠিক করে ফেলুন এই দুই স্মার্টফোনের মধ্যে আপনার জন্য ভালো কোনটি।

iQOO 12 vs Vivo X100 Display:
iQOO 12 তে 6.78 ইঞ্চি AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে যেখানে Vivo X100 6.78 ইঞ্চি LTPO AMOLED ডিসপ্লে প্যাক করে। iQOO 12 এর রিফ্রেশ রেট 144Hz অপরদিকে Vivo X100 এর রিফ্রেশ রেট 120Hz। দুটি ফোন 3000 নিটের উজ্জ্বলতা অফার করে।

Battery:
iQOO 12 এবং Vivo X100 দুটো ডিভাইস ব্যাটারির দিক থেকে সমতুল্য। উভয়েই রয়েছে 5000mAh Battery যা 120W fast চার্জিং সমর্থন করে।

Camera:
iQOO 12 তে রয়েছে 50MP প্রাইমারি ক্যামেরা সহ ট্রিপল ক্যামেরা সেটআপ। এই সেটআপে রয়েছে 64MP পেরিস্কোপ টেলিফটো লেন্স, 50MP Ultrawide লেন্স আর সাথে 16MP ফ্রন্ট ক্যামেরা। ক্যামেরার দিক থেকে কেউই প্রায় কারোর থেকে কম নয় অপরদিকে Vivo X100তেও রয়েছে 50MP প্রাইমারি ক্যামেরা, 64MP পেরিস্কোপ টেলিফটো লেন্স, 50MP Ultrawide লেন্স আর সাথে 32MP ফ্রন্ট ক্যামেরা।

Processor:
iQOO 12 তে উন্নত পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে Qualcomm Snapdragon 8 Gen 3 Chipset। অপরদিকে Vivo X100তে রয়েছে Mediatek Dimensity 9300 Chipset.

Storage:
iQOO 12 তিনটি স্টোরেজ অপশনের সাথে আসে- 256জিবি+12জিবি RAM, 512GB+16GB RAM, 1TB+16GB RAM.
অপরদিকে Vivo X100 16GB RAM ও 1TB Storage মডেলে উপলব্ধ।

Price:
দামের দিক থেকেও দুটির দাম প্রায় এক। এদের প্রারম্ভিক মূল্য ভারতীয় মুদ্রায় প্রায় ৪৫ হাজার ৫০০ টাকা।

Launch In India:
এখনো পর্যন্ত দুটি ফোনই চীনে কেবল উপলব্ধ তবে খুব শীঘ্রই এটি ভারতীয় বাজারেও পদার্পণ করবে।