Read In
Whatsapp

iPhone 15 Pro Max কিনবেন নাকি Samsung Galaxy S24 Ultra? বিচার করে দেখুন নিজেই

বিশ্ব ইলেকট্রনিক্স বাজারে প্রতিনিয়ত চলতে থাকা প্রতিযোগিতা। আর এই প্রতিযোগিতায় অন্যতম দুই প্রতিদ্বন্দ্বী হল আইফোনের কোম্পানি Apple এবং এন্ড্রয়েড ফোনের রাজা Samsung. আগে premium handset বললেই এক বাক্যে নাম আসতো…

Published By: Debosmita Dhar | Published On:

বিশ্ব ইলেকট্রনিক্স বাজারে প্রতিনিয়ত চলতে থাকা প্রতিযোগিতা। আর এই প্রতিযোগিতায় অন্যতম দুই প্রতিদ্বন্দ্বী হল আইফোনের কোম্পানি Apple এবং এন্ড্রয়েড ফোনের রাজা Samsung.
আগে premium handset বললেই এক বাক্যে নাম আসতো apple এর। তবে বর্তমানে পিছিয়ে নেই স্যামসাং। বাজেট থেকে শুরু করে ফ্ল্যাগশিপ এমনকি প্রিমিয়াম সেগমেন্টেও নজর কাড়ছে।

তাই আজকে তুলনা রইল দুই কোম্পানির প্রিমিয়াম মডেলের সাথে-

Iphone 15pro pro Max Vs Samsung Galaxy S24 ultra

Samsung Galaxy S24 ultra: Specification

  • Display -6.8 inch QHD+ ডায়ানামিক AMOLED 2X DISPLAY
  • Refresh Rate-120Hz
  • Brightness-2600nits
  • Processor- Snapdragon 8 Gen 3
  • Front camera -12 MP
  • Triple Rear camera -200MP+12MP+10MP
  • RAM & Storage- 12GB+256GB/512GB/1TB
  • Battery -5000mAh
  • OS- Android13

Iphone 15 pro Max: Specification

  • Display 6.7 inch সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে।
  • Processor- A17 pro Chipset
  • Camera- 48MP primary camera &
    12MP সেলফি ক্যামেরা।
  • Price- Iphone 15 pro Max এর দাম শুরু হচ্ছে 1,56,990 টাকা থেকে।

সামগ্রিকভাবে দেখলে দুটি মডেলই তাদের নিজেদের মধ্যে বিশেষ। তবে ক্যামেরার দিক থেকে স্যামসাং আইফোনের থেকে কিছুটা ভালো। তবে আবার Samsung এ দেওয়া হয়েছে ফ্ল্যাট ডিসপ্লে, স্লিম বেজেল ও টাইটানিয়াম বডি যা এটিকে হালকা করলেও অভিযোগ এসেছে এটি ফোনকে সহজেই গরম করে দিচ্ছে। বিচারের দিক থেকে দুটিই প্রায় সমতুল্য। আপনি যদি Samsung Galaxy S24 ultra কিনতে চান তাহলে আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে কারণ ফোনটি এখনো ভারতের বাজারে প্রবেশ করেনি।