Read In
Whatsapp

Doogee S41 Max: পাথরের থেকেও মজবুত! দুর্ধর্ষ ফোন নিয়ে হাজির এই সংস্থা

Doogee S41 Max : সময়ের সঙ্গে সঙ্গে বদলে যায় সবকিছুই। একটা সময় সাধারণ কিপ্যাড ফোন কিনতে গেলেও 10 বার চিন্তা করতে হতো আমজনতাকে। তবে বর্তমানে বদলে গিয়েছে সবটাই। 8 থেকে…

Published By: Debosmita Dhar | Published On:

Doogee S41 Max : সময়ের সঙ্গে সঙ্গে বদলে যায় সবকিছুই। একটা সময় সাধারণ কিপ্যাড ফোন কিনতে গেলেও 10 বার চিন্তা করতে হতো আমজনতাকে। তবে বর্তমানে বদলে গিয়েছে সবটাই। 8 থেকে 80 আজকাল সকলের হাতেই রয়েছে স্মার্টফোন। একের পরে এক নয়া মোবাইল লঞ্চ করে চলেছে বিভিন্ন সংস্থা। আর এবার বাজার কাঁপাতে চলে এলো Doogee S41 Max।

পাথরের থেকেও শক্ত এই স্মার্টফোন। এমনটাই দাবি করছে চীনা এই সংস্থা। ইতিমধ্যেই বাজারে চলে এসেছে দুর্ধর্ষ সেই স্মার্টফোন। একদিকে যেমন রয়েছে মিলিটারি গ্রেট রেটিং ঠিক তেমনই রয়েছে বাহুবলী ব্যাটারি। সঙ্গে দুর্ধর্ষ ক্যামেরা। সংস্থার তরফ থেকে দাবী করা হচ্ছ, উঁচু থেকে পড়লেও নষ্ট হবে না এই ফোন। এমনকি জল লাগলেও হবে না ক্ষতি। এক নজরে দেখে নেওয়া যাক এই ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার্স।

আরও পড়ুন: 8GB RAM, 120Hz ডিসপ্লে ও 5000mAh ব্যাটারি সহ লঞ্চ হল Galaxy A25 5G, দাম কত?

Doogee S41 Max Specifications and Features

  • Processor- Unisoc Tiger T606, Octa Core (1.6 GHz, Dual Core, Cortex A75 + 2 GHz, Hexa Core, Cortex A55)
  • Operating System- Android V13
  • RAM- 6 GB
  • RAM Type- LPDDR4X
  • Internal Memory- 256 GB
  • Expendable Memory- No
  • Display-  5.45 Inch
  • Display Type- IPS LCD
  • Display Resolution- 720 × 1440 Pixels
  • Rear Camera- 13 MP + 2 MP + 2 MP
  • Rear Flash- Yes, Dual LED Flash
  • Rear Camera Features- Digital Zoom, Auto Flash, Face Detection, Touch to focus
  • Front Camera-  8 MP
  • Video Recording- 1920 × 1080 @ 30fps
  • Battary- 6,300 mAh
  • Battary Type- Li-Polymer
  • Fingerprint Sensor- Yes
  • Fingerprint Sensor Position- Side
  • Weight- 262 grams
  • Price- 9,978/-