Read In
Whatsapp

Samsung Galaxy F54 থেকে Poco X5 Pro, 30,000-র ভেতরে সেরা স্মার্টফোন এগুলো, ফিচার্স দেখেই ফিদা হয়ে যাবেন

এন্ট্রি লেভেলের ফোনের পরেই অধিকাংশ মানুষের চাহিদা থাকে মিড রেঞ্জ ফোনের। যারা এই মুহূর্তে মিড রেঞ্জ ফোনের খোঁজে রয়েছেন তাদের জন্য আজকের এই প্রতিবেদন। প্রতিবেদনে দেওয়া থাকলো 30 হাজারের মধ্যে…

Published By: Debosmita Dhar | Published On:

এন্ট্রি লেভেলের ফোনের পরেই অধিকাংশ মানুষের চাহিদা থাকে মিড রেঞ্জ ফোনের। যারা এই মুহূর্তে মিড রেঞ্জ ফোনের খোঁজে রয়েছেন তাদের জন্য আজকের এই প্রতিবেদন। প্রতিবেদনে দেওয়া থাকলো 30 হাজারের মধ্যে সেরা ফোনের খোঁজ।

1) Samsung Galaxy F54 5G : 6.7 ইঞ্চি FHD+ sAmoled+Infinity-O ডিসপ্লে সহ আসা এই ফোনে দেওয়া হয়েছে Exynos 1380 SoC, Mali G68 MP5 GPU। এটি দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে আসে- 8জিবি + 128জিবি ও 8জিবি + 256জিবি। এতে দেওয়া হয়েছে 25 ওয়াট দ্রুত চার্জিং প্রযুক্তি সহ 6000mAh Battery। ক্যামেরা সেটাআপে এতে দেওয়া হয়েছে 108MP Primary ক্যামেরা, 8MP আল্ট্রা ওয়াইড লেন্স, 2MP ম্যাক্রো লেন্স, 32MP সেলফি ক্যামেরা। দাম – 25,947 টাকা (Amazon)

2) Motorola Edge 40 : 256GB Storage8GB RAM যুক্ত এই ফোনে মিলবে MediaTek Dimensity 8020 Soc Chipset। ফোনটিকে বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোন বলে দাবি করা হয়েছে সংস্থার তরফ থেকে। দাম – 29,990 (Amazon)

3) Samsung Galaxy M34 5G : 6.6 Inch সুপার AMOLED ডিসপ্লে যুক্ত এই ফোনে উন্নত পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে 5nm Exynos 1280 SoC প্রসেসর। ক্যামেরার প্রসঙ্গে বললে Samsung Galaxy M34-এ 50MP প্রাইমারি ক্যামেরা, 8MP আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। দাম – 21,999 টাকা (Amazon)

4) Poco X5 Pro : Snapdragon 778G Chipset দ্বারা চালিত এই ফোনটি মাল্টিটাস্কিং এবং গেমিং-এর জন্য মসৃণ কার্যক্ষমতা নিশ্চিত করে। ফোনটিতে 8GB Ram256GB Storage মিলবে। 67w Fast Charging Suppot সহ 5000mah Battery সরবরাহ করে ফোনটি। দাম – 21,490 টাকা (Amazon)

5) Samsung Galaxy A14 5G : 6.6 inch FHD+LCD ডিসপ্লে যুক্ত এই ফোনে রয়েছে অক্টোকোর প্রসেসর। এতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান যেখানে 50MP প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটি 5000mAh ব্যাটারি সহ আসে। দাম – 17,999 টাকা (Amazon)