Read In
Whatsapp

Battary Saving Tips: Battery Backup চিন্তাকে বলুন ‘বাই বাই’, করুন এই কাজ, একটানা 3দিন চলবে Smartphone!

Battary Saving Tips: স্মার্টফোন ছাড়া যেন জীবন অচল। প্রত্যেকের কাছেই এটি এখন প্রতিমুহূর্তের সঙ্গী। বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ থেকে শুরু করে বন্ধুবান্ধবদের সঙ্গে আড্ডা, সবকিছুই এখন বন্দি মুঠোফোনে। এমনকি অনেকেই স্মার্টফোন…

Published By: Debosmita Dhar | Published On:

Battary Saving Tips: স্মার্টফোন ছাড়া যেন জীবন অচল। প্রত্যেকের কাছেই এটি এখন প্রতিমুহূর্তের সঙ্গী। বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ থেকে শুরু করে বন্ধুবান্ধবদের সঙ্গে আড্ডা, সবকিছুই এখন বন্দি মুঠোফোনে। এমনকি অনেকেই স্মার্টফোন ব্যবহার করেই সেরে ফেলছেন অফিসের নানান গুরুত্বপূর্ণ কাজ। তবে মাঝেমধ্যেই চিন্তার কারণ হয়ে দাঁড়ায় স্মার্টফোনের ব্যাটারি। আর চিন্তা নেই, বেশ কিছু সহজ উপায় (Battary Saving Tips) জানলেই এবার এই সমস্যার হাত থেকে মিলবে মুক্তি।

Battary Saving Tips

অব্যবহৃত অ্যাপ বন্ধ করে রাখতে হবে

কাজ শেষ হয়ে যাওয়ার পরেই অ্যাপ বন্ধ করে দেওয়া উচিত। কিন্তু অনেকে তা না করে কেবলমাত্র মিনিমাইজ করে রেখে দেন। আর এতেই কিন্তু ব্যাকগ্রাউন্ডে অ্যাপটি চলতে থাকে যার ফলে ব্যাটারি ক্ষয় হয় দ্রুত।

অতিরিক্ত ক্ষয় হবে ব্যাটারি এমন অ্যাপ না রাখাই ভালো

এমন বেশ কিছু অ্যাপ রয়েছে যেগুলি অন থাকলেই প্রচুর পরিমাণে ব্যাটারি ক্ষয় হয়। আর তাই সেটিংস অপশনে গিয়ে ব্যাটারি ইউসেজ হিস্ট্রি দেখলেই বোঝা যাবে কোন অ্যাপ করছে এই কাজ। অবিলম্বে মোবাইল থেকে সেই অ্যাপ আনইন্সটল করে দেওয়া উচিত।

আরও পড়ুন: Airtel Recharge Plan: প্রতিদিন 3GB ডেটা পান সস্তার এই Recharge Plan-এ, ইন্টারনেট ব্যবহার করুন মনের খুশিতে

অতিরিক্ত হটস্পট ব্যবহার

হটস্পট ব্যবহার করলেও কিন্তু প্রচুর পরিমাণে ব্যাটারি খরচ হয়। আর তাই প্রয়োজন ছাড়া এটি বন্ধ রাখাই ভালো।

পুশ নোটিফিকেশন

বিভিন্ন অ্যাপের তরফে প্রমোশনের জন্য পাঠানো হয় পুশ নোটিফিকেশন। সেগুলি বন্ধ করে না রাখলেই অতিরিক্ত ক্ষয় হবে ব্যাটারি।

পাওয়ার সেভিং মোড

আজকাল প্রতিটি স্মার্টফোনে রয়েছে পাওয়ার সেভিং মোড অপশন। এই ফিচারটি অন রাখলে ফোনের ব্যাটারি খরচ হবে কম।