Read In
Whatsapp

Apple: iPhone 16 থাকছে বড় চমক, মিলবে 8GB RAM-সহ দুর্ধর্ষ নতুন ফিচার, দেখে নিন এক ঝলকে

Apple: একের পর এক বড় চমক। প্রত্যেক বছরেই নতুন সিরিজ হাজির করে জনপ্রিয় মোবাইল সংস্থা অ্যাপেল (Apple)। 2023 সালে এই সংস্থার তরফ থেকে প্রকাশ্যে আনা হয়েছিল iPhone 15। ভারতের বাজারে…

Published By: Additiya Banerjee | Published On:

Apple: একের পর এক বড় চমক। প্রত্যেক বছরেই নতুন সিরিজ হাজির করে জনপ্রিয় মোবাইল সংস্থা অ্যাপেল (Apple)। 2023 সালে এই সংস্থার তরফ থেকে প্রকাশ্যে আনা হয়েছিল iPhone 15। ভারতের বাজারে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এই ফোন। আর এবার বাজার কাঁপাতে হাজির iPhone 16। সংস্কার তরফে আনুষ্ঠানিক দিনক্ষণ ঘোষণা করা না হলেও সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়ে গিয়েছে ফোনের সমস্ত ফিচার্স।

বিভিন্ন রিপোর্ট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, অ্যাপেল (Apple) সংস্থার আপকামিং এই ফোনে থাকবে 8GB RAM। বর্তমানে iPhone 15 এ রয়েছে 6 GB RAM। আসলে RAM নিয়ে বরাবরই একটু আলাদাভাবে চিন্তা-ভাবনা করে অ্যাপেল। যা খুব সহজেই বোঝা যায় আগের স্মার্টফোনগুলি দেখলেই।

তবে কেবলমাত্র 8GB RAM নয়। এই ফোনে মিলবে আরও একগুচ্ছ সুবিধা। এক নজরে দেখে নেওয়া যাক ফোনের সমস্ত সম্ভাব্য ফিচার্স এবং দাম।

iPhone 16 Features and Specifications

  • Processor- Apple A17 Bionic, Hexa Core (3.46 GHz, Dual Core, Everest+2.02 GHz, Quad Core, Sawtooth)
  • Operating System- iOS v16
  • RAM- 8 GB
  • Internal Memory- 128 GB
  • Battary- 3500 mAh
  • Battary Type- Li-Polymer
  • Display- 6.12 inch
  • Display Type- OLED
  • Display Resolution- 1200 × 2600 Pixels
  • Rear Camera- 48 MP + 12 MP
  • Video Recording- 1920 × 1080 @ 30 fps
  • Rear Camera Features- Digital Zoom, Auto Flash, Face Detection, Touch to focus
  • Front Camera- 12 MP
  • Video Recording- 1920 × 1080 @ 30 fps
  • Fingerprint Sensor- No
  • Price- 82,990 (Unofficial)

সূত্রের খবর, এই সিরিজে গোলাপি, হলুদ এবং কালো রঙের ফোন লঞ্চ করা হতে পারে ভারতের বাজারে। যদিও প্রো মডেল এ কী কী রং থাকবে সে সম্পর্কে কিছুই জানা যায়নি। তবে আগের অন্যান্য মডেল গুলির তুলনায় এই ফোনের ডিসপ্লেতে রয়েছে বিস্তর ফারাক। আইফোন প্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন নতুন এই ফোন হাতে পাওয়ার জন্য।