Read In
Whatsapp

Asus, Lenovo থেকে Honor, মাত্র 75,000 এর মধ্যে পাবেন দুর্দান্ত 5টি গেমিং ল্যাপটপ, জেনে নিন ফিচারস

আপনি কি একজন গেমার? আর বর্তমানে কি ভালো একটি গেমিং ল্যাপটপের খোঁজ করছেন? ভারতে সেরা গেমিং ল্যাপটপ খোঁজা সহজ কাজ নয়। তবে সেই কঠিন কাজই সহজ করে দেবে এই প্রতিবেদন।…

Published By: Debosmita Dhar | Published On:

আপনি কি একজন গেমার? আর বর্তমানে কি ভালো একটি গেমিং ল্যাপটপের খোঁজ করছেন? ভারতে সেরা গেমিং ল্যাপটপ খোঁজা সহজ কাজ নয়। তবে সেই কঠিন কাজই সহজ করে দেবে এই প্রতিবেদন। আজকে আপনাকে এমনই পাঁচটি ল্যাপটপের খোঁজ দেব যেগুলি গেমিং এর ক্ষেত্রে স্মুথ পারফরম্যান্স অফার করবে। ল্যাগিং ইস্যু ছাড়াই যেকোনো ভারী গেম অনায়াসে খেলা যাবে। চলুন দেখে নেওয়া যাক সেই তালিকা-

1. Asus Vivobook Go 15 : 

  • দাম 51,990 টাকা
  • স্মুথ পারফরমেন্সের জন্য এতে দেওয়া হয়েছে AMD Ryzen5 এর মতোন শক্তিশালী প্রসেসর।
  • 15.6 inch FHD ডিসপ্লে যুক্ত এই ল্যাপটপে পেয়ে যাবেন 16GB RAM ও 512 GB SSD স্টোরেজ।
  • ল্যাপটপটিতে 1 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন।

2. Lenovo Think Pad E14 : 

  • দাম 56,800 টাকা
  • শক্তিশালী এবং পোর্টেবল এই ল্যাপটপে উন্নত পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে E14 AMD Ryzen 5 7530U 14 প্রসেসর। এটি 16GB RAM 512 GB SSD স্টোরেজ সমর্থন করে।
  • কোম্পানির দাবি এটি 12 ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ সাপোর্ট করে।

3. MSI GF63 Thin : 

  • দাম 47990 টাকা
  • হার্ডকোর গেমারদের জন্য সাশ্রয়ী মূল্যের অন্যতম অপশন হতে পারে এই ল্যাপটপটি।
  • এটিতে রয়েছে Intel Core i5-11260H প্রসেসর, 8GB RAM, 512GB SSD।

4. Acer Aspire 5 : 

  • দাম 72,990 টাকা।
  • এতে রয়েছে 16GB RAM, 512GB SSD। উন্নত পারফরমেন্সের জন্য একটি শক্তিশালী 13th Gen Intel Core i7 প্রসেসর দেওয়া হয়েছে।
  • কোম্পানির দাবি এর ব্যাটারি লাইফ 7.5 ঘন্টা পর্যন্ত চলবে।

5. Honor Magic Book X16 : 

  • দাম 53,990 টাকা
  • 16 ইঞ্চি এই ল্যাপটপে দেওয়া হয়েছে 12th Gen Intel Core i5 প্রসেসর, 8GB Ram, 512GB SSD।
  • কোম্পানির দাবি এর ব্যাটারি লাইফ 7.5 ঘন্টা।