Read In
Whatsapp

শীঘ্রই বাজারে আসতে চলেছে Samsung Galaxy XCover 7! প্রসেসর থেকে ক্যামেরা রইল সমস্ত তথ্য

অনেক দিন ধরে টেক জায়ান্ট Samsung এর নতুন রাগড স্মার্টফোন Samsung Galaxy XCover 7 নিয়ে জল্পনা চলছিল। আর সম্প্রতি খবর সামনে এসেছে যে খুব শীঘ্রই এটি বাজারে আসতে চলেছে। অফিশিয়াল…

Published By: Debosmita Dhar | Published On:

অনেক দিন ধরে টেক জায়ান্ট Samsung এর নতুন রাগড স্মার্টফোন Samsung Galaxy XCover 7 নিয়ে জল্পনা চলছিল। আর সম্প্রতি খবর সামনে এসেছে যে খুব শীঘ্রই এটি বাজারে আসতে চলেছে। অফিশিয়াল রেন্ডার থেকে ফোনটির ডিজাইন জনসমক্ষে এসেছে। পাশাপাশি Samsung Galaxy XCover 7 এর গিকবেঞ্চ লিস্টিং থেকে গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সামনে এসেছে। চলুন দেখে নেয়া যাক বিস্তারিত-

Specifications : 
প্রসেসর- ফোনটি Samsung SM G556B হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে। জানা গেছে এটি মিডিয়াটেক Dimensity 6100+ চিপসেট এবং 6GB Ram সহ সজ্জিত থাকবে। Samsung Galaxy XCover 7 Android 14 অপারেটিং সিস্টেমে রান করবে। এতে মিলবে 6GB Ramএছাড়াও এর যেসব ছবি ফাঁস হয়েছে তার ওপর ভিত্তি করে বলা যায় এই ফোনে পূর্ববর্তী এক্স কভার সিরিজের ফোন গুলির মত শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী ডিজাইন থাকবে‌। এটি সম্ভবত ড্রপ প্রতিরোধী MIL-STD-810H রেটিংসহ আসবে। অন্যদিকে জল এবং ধুলো প্রতিরোধের জন্য IP68 সার্টিফায়েড হবে। Galaxy XCover 7 Display প্যানেলে বেশ পুরু বেজেল দেখা যেতে পারে। এর সেলফি ক্যামেরাটি সম্ভবত একটি ওয়াটার ড্রপ নচের মধ্যে অবস্থান করবে‌।

XCover 7 এর আনুষ্ঠানিক ঘোষণা সামনে না এলেও জল্পনা বলছে এটি 2024 সালে Q1 এ আসছে। এর পূর্বসূরী Galaxy XCover 6 Pro এর থেকে এর দাম কম হতে পারে। Galaxy XCover 6 Pro প্রায় 49,880 টাকার মূল্যে মার্কিন বাজারে বিক্রি হয়।