Read In
Whatsapp

Dimencity 6080 প্রসেসর ও 108MP ক্যামেরার সাথে বাজারে আসতে চলেছে Redmi Note 13R Pro, জেনে নিন ফিচারস

শাওমির সাব ব্র্যান্ড রেডমি চীনে অফিসিয়ালি তাদের Redmi Note 13 Series পেশ করে দিয়েছে। এই উন্মোচিত মডেল গুলির মধ্যে ছিল Redmi Note 13, Note 13 Pro, Note 13 Pro+. আর…

Published By: Debosmita Dhar | Published On:

শাওমির সাব ব্র্যান্ড রেডমি চীনে অফিসিয়ালি তাদের Redmi Note 13 Series পেশ করে দিয়েছে। এই উন্মোচিত মডেল গুলির মধ্যে ছিল Redmi Note 13, Note 13 Pro, Note 13 Pro+. আর সম্প্রতি Redmi Note 13R Pro প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য Redmi Note 13R Pro ভারতে Poco X6 Neo হিসেবে লঞ্চ করা হতে পারে।

এই স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে একগুচ্ছ ফিচারস যেমন 120Hz রিফ্রেশ রেট, 108MP ডুয়াল রিয়ার ক্যামেরা, উন্নত পারফরমেন্সের জন্য Dimensity 6080 চিপসেট। চলুন এই সম্পর্কিত বিস্তারিত তথ্য দেখে নেওয়া যাক-

  1. Price, Color Option : 12GB+256GB স্টোরেজ এর সাথে আসা এই ফোনটির দাম ভারতীয় মুদ্রায় প্রায় 23750 টাকা। ফোনটি তিনটি কালার অপশনের সাথে পাওয়া যাবে তার মধ্যে রয়েছে টাইম ব্লু, মর্নিং লাইট গোল্ড, মিডনাইট ব্ল্যাক। চীনে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কেনা যাবে ফোনটি তবে ভারতে এটি কবে আসবে এখনো সেই সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোন তথ্য মেলেনি। কিন্তু খুব শীঘ্রই এই সংক্রান্ত আপডেট মিলবে বলেই আশা করা যাচ্ছে।
  2. Specification : 6,67 inch OLED ডিসপ্লে সহ আসা এই ফোনে দেওয়া হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 6080 চিপসেট। ফোনটি 120Hz রিফ্রেশ রেট অফার করে। ফোনটিতে 108MP প্রাইমারি ক্যামেরা ও 16MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। 33W চার্জিং সাপোর্টযুক্ত এই ফোনটি 5000mAh ব্যাটারি দ্বারা সজ্জিত। Redmi Note 13R Pro MIUI 14 ভিত্তিক Android 13এ চলবে।