Read In
Whatsapp

বছর শেষে বড়ো ধামাকা! 8 GB Ram ও 256 GB Storage-এর সাথে বাজার কাঁপাতে আসছে Galaxy A25 5G, জানুন ফিচারস

বছরের শেষে ধামাকা দিতে প্রস্তুত Samsung।ইতিমধ্যে শোনা গেছে এই সংস্থাটি তার পরবর্তী স্মার্ট ফোন লঞ্চের জন্য প্রস্তুতি নিচ্ছে। ভারতের লঞ্চ হতে চলেছে তাদের নতুন 5G ফোন। যার নাম হতে পারে…

Published By: Debosmita Dhar | Published On:

বছরের শেষে ধামাকা দিতে প্রস্তুত Samsung।ইতিমধ্যে শোনা গেছে এই সংস্থাটি তার পরবর্তী স্মার্ট ফোন লঞ্চের জন্য প্রস্তুতি নিচ্ছে। ভারতের লঞ্চ হতে চলেছে তাদের নতুন 5G ফোন। যার নাম হতে পারে Samsung Galaxy A25 5G।

এখনো পর্যন্ত সংস্থার তরফ থেকে ফোনের নির্দিষ্ট লঞ্চের দিন সামনে আসেনি তবে Samsung এর ভারতীয় ওয়েবসাইটে এই ফোনে সাপোর্ট পেজে ইতিমধ্যে লাইভ হয়েছে। ইন্ডিয়ার ওয়েবসাইটের সাপোর্টে এই ফোনের নাম দেখা গিয়েছে SM A256 সহ। আর এরই মাঝে রেন্ডার থেকে এর কিছু সম্ভাব্য স্পেশিফিকেশনও সামনে আসছে। চলুন দেখে নেওয়া যাক ফোনটির স্পেসিফিকেশন-

  • স্পেসিফিকেশন : একটি রিপোর্ট অনুযায়ী এই ফোনটিতে উন্নত পারফরম্যান্সের জন্য দেওয়া থাকবে এক্সনোস 1280 অক্টাকোর প্রসেসর। ফোনটি 128GB/256GB Internal Storage সহ আসবে। আর থাকবে 6/8GB Ram। এই ফোনের স্টোরেজ ক্ষমতা 1TB পর্যন্ত বাড়ানো যেতে পারে। 6.5 ইঞ্চি FHD+ সুপার AMOLED Infinity ডিসপ্লে যুক্ত এই ফোনের ক্যামেরা কোয়ালিটি যথেষ্ট উন্নত। ফোনটি 50MP প্রাইমারি ক্যামেরা, 13 এমপি সেলফি ক্যামেরা সহ আসবে। 25W দ্রুত চার্জিং যুক্ত 5000mAh ব্যাটারি সহ আসবে।
  • ডিজাইন : রেন্ডার অনুযায়ী এতে পাতলা বেজেল, পিছনের দিকে উপরের বামে তিনটি ক্যামেরা সেন্সর লক্ষনীয়।
  • কালার অপশন : নীল, কালো, হলুদ বিভিন্ন রঙের কালার অপশনে পাওয়া যাবে ফোনটি।

উল্লেখ্য এই সমস্ত বৈশিষ্ট্য রেন্ডার ও অনুমানের উপর ভিত্তি করে। পরবর্তী আপডেট জানতে লঞ্চের অপেক্ষা করতে হবে।