Read In
Whatsapp

Top 5G Phones : ‘Galaxy S23 FE’ থেকে ‘Edge 40’, বাজেট ফ্রেন্ডলী 5টি 5G ফোন, জেনে নিন ফিচারস

প্রতি মাসেই লঞ্চ হয়ে চলেছে বিভিন্ন স্মার্টফোন। নিত্য নতুন ফিচারসহ এই স্মার্ট ফোনগুলি নিজেদের সেগমেন্টে বড় পরিবর্তন আনছে। বিশেষ করে বর্তমানে দেশে 5g পরিষেবা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে একাধিক দারুন…

Published By: Debosmita Dhar | Published On:

প্রতি মাসেই লঞ্চ হয়ে চলেছে বিভিন্ন স্মার্টফোন। নিত্য নতুন ফিচারসহ এই স্মার্ট ফোনগুলি নিজেদের সেগমেন্টে বড় পরিবর্তন আনছে। বিশেষ করে বর্তমানে দেশে 5g পরিষেবা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে একাধিক দারুন 5g স্মার্টফোন পাওয়া যাচ্ছে। আসুন জেনে নেওয়া যাক এই 5g সেগমেন্টে সেরা কয়েকটি ফোনের নাম-

Galaxy S23 FE : স্মার্টফোনের দুনিয়ায় গোড়া থেকেই সুপার-ডুপার হিট এটি। ৬.৪ ইঞ্চি FHD+ ডায়ানমিক Amoled display যুক্ত এই ফোনে দেওয়া হয়েছে Exynos 2200 soC দ্বারা চালিত 8জিবি Ram ও ১২৮/২৫৬ জিবি স্টোরেজ। ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত ৪৫০০ এমএএইচ ব্যাটারি দ্বারা সজ্জিত ফোনটি। আর ক্যামেরার প্রসঙ্গে বললে এটা রয়েছে ৫০ এমপি প্রাইমারি ক্যামেরা ও ৮ এমপি টেলিফটো লেন্স।

Motorola Edge 40 : ৬.৫৫ ইঞ্চি FHD+ Display যুক্ত এই ফোনে দেওয়া রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮০২০ প্রসেসর যা ৮ জিবি Ram ও ২৫৬ জিবি স্টোরেজের সাথে যুক্ত। ৬৮ ওয়াট টার্বো পাওয়ার সমর্থিত ৪৪০০ এমএএইচ ব্যাটারি দ্বারা সজ্জিত ফোনটি। আর ক্যামেরার প্রসঙ্গে বললে এতে রয়েছে ৫০ এমপি প্রাইমারি ক্যামেরা।

Vivo V29 : ৬.৭৮ ইঞ্চি FHD+ Display যুক্ত এই ফোনে দেওয়া রয়েছে ৫০ এমপি প্রাইমারি ক্যামেরা, ৫০ এমপি সেলফি ক্যামেরা। ৮০ ওয়াট
flashcharger সমর্থিত ৪৬০০ এমএএইচ ব্যাটারি দ্বারা সজ্জিত ফোনটি। এটি কোয়েলকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর দ্বারা চালিত।

Redmi Note 12 Pro : ৬.৬৭ ইঞ্চি Display যুক্ত এই ফোনে দেওয়া রয়েছে মিডিয়াটেক ডায়মনসিটি ১০৮০ প্রসেসর, ৫০০০ mAh battery, 6gb Ram, 128gb internal storage।

Oppo Reno 10 : এতে দেওয়া হয়েছে ৬৪ এমপি প্রধান ক্যামেরা, ৩২ এমপি সেলফি ক্যামেরা, Mediatek Dimensity 7050 SoC processor, ৬৭w supervooc চার্জার যুক্ত 5000mAh ব্যাটারি।