Read In
Whatsapp

জানেন Flipkart-এ কীভাবে বিক্রি করবেন পুরনো ফোন?

Flipkart: এতদিন মিলতো কেবলমাত্র এক্সচেঞ্জ এর সুবিধা। আর এবার দুর্দান্ত সুযোগ নিয়ে হাজির জনপ্রিয় ই-কমার্স Flipkart। এবার থেকে সহজেই বিক্রি করা যাবে পুরনো ফোন। যেকোনো ঝুঁকি ছাড়াই খুব সহজেই নিরাপদে…

Published By: Additiya Banerjee | Published On:

Flipkart: এতদিন মিলতো কেবলমাত্র এক্সচেঞ্জ এর সুবিধা। আর এবার দুর্দান্ত সুযোগ নিয়ে হাজির জনপ্রিয় ই-কমার্স Flipkart। এবার থেকে সহজেই বিক্রি করা যাবে পুরনো ফোন। যেকোনো ঝুঁকি ছাড়াই খুব সহজেই নিরাপদে পুরনো স্মার্টফোন বিক্রি করা যাবে জনপ্রিয় এই ই-কমার্স প্ল্যাটফর্মে। মিলবে নিশ্চিত মূল্য। সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে টাকা।

সময়ের সঙ্গে সঙ্গে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে ই-কমার্স সংস্থা Flipkart। রান্না ঘরের জিনিসপত্র থেকে শুরু করে মশলা পাতি সবকিছু কেনার জন্যই আমজনতা ভরসা রাখছেন এই প্ল্যাটফর্মে। মিলছে একগুচ্ছ সুবিধা। তবে এতদিন পর্যন্ত পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করতে পারতেন ব্যবহারকারীরা। আর এবার সরাসরি করা যাবে বিক্রি।

আরও পড়ুন:OnePlus: স্বল্প দামে 100W SuperVOOC চার্জার সহ মিলছে 5,400mAh Battery, জানুন OnePlus 12-র Full Specifications

অনেক আগেই ইলেকট্রনিক্স রি-কমার্স সংস্থা Yaantra-কে অধিগ্রহণ করেছে Flipkart। আর তারপরেই সংস্কার তরফে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। বেশ কয়েকটি টিপস জানলে খুব সহজেই নিজের পুরনো স্মার্টফোন এবার বিক্রি করা যাবে Flipkart-এ।

How To Sell Old Phone at Flipkart

  • মোবাইলে থাকা Flipkart অ্যাপটি খুলে নিতে হবে প্রথমে।
  • এরপর একেবারে নিচের অংশে সেল ব্যাক অপশনটি নির্বাচন করতে হবে।
  • QR কোড স্ক্যান করতে হবে।
  • এরপর মোবাইল ফোনের ব্র্যান্ড, মডেল এবং আইএমইআই নম্বরের মতো গুরুত্বপূর্ণ তথ্যগুলি দিয়ে দিতে হবে।
  • এরপর নিজের পছন্দের দাম লিখতে হবে।
  • নিশ্চিত হয়ে গেলেই আগামী 48 ঘন্টার মধ্যে আপনার বাড়ির দোরগোড়ায় এসে মোবাইলটি নিয়ে চলে যাবে Flipkart ডেলিভারি বয়।
  • সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে 24 ঘণ্টার মধ্যেই অ্যাকাউন্টে চলে আসবে টাকা।