Read In
Whatsapp

Boat: আর লাগবে না মোবাইল, এই স্মার্টওয়াচ থাকলেই কেল্লাফতে!

Boat: আজকাল কমবেশি সকলের হাতেই দেখা যায় স্মার্টওয়াচ। আসলে গাড়ি কিংবা বাইক চালানোর সময় কল আসলে খুব সহজেই এই স্মার্টওয়াচ থেকে তা রিসিভ করে নেওয়া যায়। তবে এতদিন পর্যন্ত মোবাইলের…

Published By: Debosmita Dhar | Published On:

Boat: আজকাল কমবেশি সকলের হাতেই দেখা যায় স্মার্টওয়াচ। আসলে গাড়ি কিংবা বাইক চালানোর সময় কল আসলে খুব সহজেই এই স্মার্টওয়াচ থেকে তা রিসিভ করে নেওয়া যায়। তবে এতদিন পর্যন্ত মোবাইলের সঙ্গে কানেক্ট করে রাখতে হতো স্মার্টওয়াচ। এবার তা অতীত। বিভিন্ন সংস্থাকে পেছনে ফেলে দুর্দান্ত স্মার্টওয়াচ নিয়ে হাজির Boat।

সম্প্রতি নতুন এলটিই স্মার্টওয়াচ লঞ্চ করেছে এই সংস্থা। যার নাম Boat Lunar Pro LTE। এতে রয়েছে সিম লাগানোর জায়গা। বিভিন্ন রিপোর্ট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, Jio e সিমের সঙ্গে কাজ করবে এই স্মার্টওয়াচটি। ই-সিম সাপোর্ট থাকার আসল উদ্দেশ্যই হল এটি মোবাইলের সঙ্গে কানেক্ট করার প্রয়োজন পড়বে না। কেবলমাত্র স্মার্টওয়াচ থাকলেই সহজেই রিসিভ করা যাবে কল। এমনকি পাঠানো যাবে মেসেজ।

আরও পড়ুন: Free Fire Max Redeem Code 17 December 2023: এই কোডগুলো থেকে জিতুন পার্মানেন্ট স্কিন ও ডায়মন্ড, রইলো রিডিম করার পদ্ধতি

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়ে গিয়েছে Boat Lunar Pro LTE স্মার্টওয়াচের ফিচার্স এবং স্পেসিফিকেশন। যদিও এর দাম এখনো জানানো হয়নি কোম্পানির তরফ থেকে। তবে একবার ভারতে লঞ্চ হয়ে গেলে অনলাইন এবং অফলাইন সর্বত্রই পাওয়া যাবে এই স্মার্টওয়াচ।

Boat Lunar Pro LTE Features and Specifications

  • Display: 1.39 inch
  • Display Type- AMOLED
  • Battary- 577 mAh
  • Heart Rate- Yes
  • Other Fitness Features- 100+ Sports Mode, Cycling, Breathe Control Mode, Stress Monitoring
  • Capability- Android & IOS
  • Battary Life- Upto 5 Days
  • Battary Type- Li- Po
  • Launch- December 2023 (Expected)
  • Price- 4,999 ( Expected)