Read In
Whatsapp

Indus: এখন আপনিও টেস্ট করতে পারবেন দেশি ব্যাটল রয়্যাল Indus, কীভাবে? জানুন

Indus: স্মার্টফোন এবং ইন্টারনেটের জামানায় যুব সমাজ ঝুঁকছে নানান ধরনের অনলাইন গেমের দিকে। তালিকায় যেমন রয়েছে PUBG, Free Fire তেমনই রয়েছে Indus। দেশের নিজস্ব গেম ডেভলপিং স্টুডিও SuperGaming তাদের প্রথম…

Published By: Debosmita Dhar | Published On:

Indus: স্মার্টফোন এবং ইন্টারনেটের জামানায় যুব সমাজ ঝুঁকছে নানান ধরনের অনলাইন গেমের দিকে। তালিকায় যেমন রয়েছে PUBG, Free Fire তেমনই রয়েছে Indus। দেশের নিজস্ব গেম ডেভলপিং স্টুডিও SuperGaming তাদের প্রথম গেম নিয়ে হাজির হয়েছে। আর এটাই হল তাদের প্রথম গেম। আপাতত ক্লোজড বিটা স্টেজে রয়েছে এই গেমটি।

বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী Indus Closed Beta প্রোগ্রামে অংশ নিতে পারবেন যে কেউ। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। যারা এই মুহূর্তে গেমটির Beta প্রোগ্রামে অংশ নেবেন তারা সরাসরি গেমটি খেলতে পারবেন ইন্দাস টেস্টারদের সঙ্গে।

Indus Battle Royal Game

Indus গেমটি হল মেড ইন ইন্ডিয়া ব্যাটেল অনলাইন গেম। যে কোনো স্মার্টফোন ব্যবহার করেই খুব সহজেই এই গেম খেলতে পারবেন আগ্রহীরা। পরবর্তীতে আবার পার্সোনাল কম্পিউটার কিংবা ল্যাপটপেও খেলা যাবে এই গেম। ম্যাপের ডিজাইন থেকে শুরু করে ক্যারেক্টার সবকিছুতেই থাকছে দেশি কানেকশন। প্লেয়ারদের মন জয় করতে একগুচ্ছ টুইস্ট নিয়ে হাজির হয়েছেন সংস্থা।

Indus Closed Beta প্রোগ্রামে যোগ দেওয়া যাবে কীভাবে?

  • এর জন্য প্রথমে ইচ্ছুক প্লেয়ারদের চলে যেতে হবে সুপারগেমিং-এর ডিসকর্ড চ্যানেলে।
  • এরপর সেখান থেকে রেজিস্ট্রেশন ফর্ম ফিলাপ করতে হবে প্লেয়ারদের।
  • দিতে হবে ইমেইল আইডি এবং অ্যাপেল বা গুগল প্লে আইডি লিঙ্ক।
  • এভাবেই প্লেয়াররা গেমের ক্লোজড বিটা ভার্সনে অংশ নিতে পারবেন।

ডিসকর্ড আইডি, মোবাইলের অপারেটিং সিস্টেম, ফোন প্রস্তুতকারক ব্র্যান্ডের নাম, ফোনের মডেল নাম্বার, রাম সহ অন্যান্য বেশ কিছু জরুরি তথ্য দিতে হবে প্লেয়ারদের। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো প্লেয়াররা চাইলে গুগল প্লে থেকেও প্রি রেজিস্ট্রেশন করতে পারবেন।