Read In
Whatsapp

ভাঙল 3টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড এক ট্রেলারেই, GTA 6 গেম তৈরি হল 25টি চন্দ্রযানের বাজেটে!

অপেক্ষার অবসান। গোটা বিশ্বের গেমাররা যে দিনটির জন্য অপেক্ষা করছিল অবশেষে তার ফলাফল সামনে এসেছে। GTA জ্বরে কাহিল নেটিজেনদের একাংশ আর তার ট্রেলার নিয়েই উত্তেজনা ছিল তুঙ্গে। সম্প্রতি খবর মিলেছে…

Published By: Debosmita Dhar | Published On:

অপেক্ষার অবসান। গোটা বিশ্বের গেমাররা যে দিনটির জন্য অপেক্ষা করছিল অবশেষে তার ফলাফল সামনে এসেছে। GTA জ্বরে কাহিল নেটিজেনদের একাংশ আর তার ট্রেলার নিয়েই উত্তেজনা ছিল তুঙ্গে। সম্প্রতি খবর মিলেছে GTA অর্থাৎ Grand Theft Auto6 গেমের প্রথম ট্রেলার ইউটিউবের একাধিক রেকর্ড ভেঙে দিয়েছে। পাশাপাশি 24 ঘন্টার মধ্যে সব থেকে বেশি দেখা ভিডিও গেম ও নন মিউজিক ভিডিও-এর রেকর্ডস এখন এই গেমের দখলে‌।

রকস্টার গেম GTA এর GTA V ছিল RAP সংস্কৃতি দ্বারা প্রভাবিত। এই ভার্চুয়াল গেম এর মাধ্যমে খেলোয়াড়রা ফাইট করতে পারে, মাদক বিক্রি করে আবার ডাকাতি করতে পারে। আর 5th December GTA6 ট্রেলার প্রকাশ করা হয়‌। বর্তমানে খবর মিলেছে ট্রেলার আসার পরই গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম কেড়েছে।

3টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড

  • 1st Record- 24 ঘন্টার মধ্যে সব থেকে বেশি দেখা ভিডিও রিভিল Grand Theft Auto6. ট্রেলারটি ভিউজ পেয়েছে- 90,421,491।
  • 2nd Record -24 ঘন্টার মধ্যে সব থেকে বেশি দেখা নন মিউজিক ভিডিও। এই তালিকায় এর আগে রেকর্ড গড়েছিল মিস্টার বিস্ট ইউটিউবার।
  • 3rd Record- 24 ঘন্টার মধ্যে সব থেকে বেশি লাইক পাওয়া ভিডিও গেমের ট্রেলার এটি। এই ট্রেলার লাইক করেছেন 89 lakh মানুষ। আগামী দিনে আরো ট্রেলার লঞ্চ করতে চলেছে Rockstar Games.

Grand Theft Auto6 Budget

সূত্র থেকে জানা গেছে এর বাজেট 16,600 কোটি টাকা। অর্থাৎ 25টি চন্দ্রযানের বাজেটে তৈরি হয়েছে GTA6.

Grand Theft Auto6 – 2nd Trailer

গেমটি রিলিজ করার আগে আরো একাধিক ট্রেলার আনা হবে। স্পোর্টসকিডারের রিপোর্ট অনুযায়ী 2024 সালের মাঝামাঝি সময়ে গেমটির দ্বিতীয় ট্রেলার প্রকাশ করা হতে পারে।