Read In
Whatsapp

স্মার্টফোনের ক্যামেরার পাশে ছিদ্র থাকে কেন? অধিকাংশ মানুষই জানেন না!

হাতে স্মার্টফোনটি ছাড়া বর্তমানে এখন দিন অচল। সকালে ঘুম থেকে উঠে পেপার পড়া থেকে শুরু করে অনলাইন মিটিং এমনকি পেমেন্টের এখন অন্যতম মাধ্যম হয়ে উঠেছে এই মোবাইল ফোন। এর পাশাপাশি…

Published By: Debosmita Dhar | Published On:

হাতে স্মার্টফোনটি ছাড়া বর্তমানে এখন দিন অচল। সকালে ঘুম থেকে উঠে পেপার পড়া থেকে শুরু করে অনলাইন মিটিং এমনকি পেমেন্টের এখন অন্যতম মাধ্যম হয়ে উঠেছে এই মোবাইল ফোন। এর পাশাপাশি বিনোদনের জন্য তো মোবাইল ফোন রয়েছে। কিন্তু সাধের এই স্মার্টফোন যে আমাদের সর্বত্র সঙ্গী তার সম্পর্কে খুঁটিনাটি কি আমাদের নজরে আসে!

মোবাইলে অনেক অংশ আছে যেগুলি সম্পর্কে মানুষ জানে না তারই মধ্যে একটি হলো ফোনে ক্যামেরা সেটআপের কাছে একটি ছোট্ট ছিদ্র। এখনই চাইলে ফোন উল্টে নিয়ে দেখে নিন সেই ছিদ্র আছে কিনা কিন্তু জানেন কি এই ছিদ্র রাখার কারণ কি!

অনেকেই মনে করেন ডিজাইনের জন্য বোধহয় এটি ব্যবহার করা হয়েছে। আসলে ব্যাপারটা এরকম নয় বরং এর পিছনে আছে বিশেষ কারণ। কারণটি জানলে আপনি পরবর্তীকালে এগুলো দেখে তবেই ফোন কিনবেন। আসলে এই ছোট্ট ছিদ্রটি দেওয়া হয় শব্দ বাতিল করার জন্য। অর্থাৎ আদতে এটি একটি মাইক্রোফোন।

আপনি যখন স্মার্ট ফোনে কারো সাথে কথা বলেন তখন এই মাইক্রোফোনটি আপনার চারদিক থেকে আসা শব্দকে কমিয়ে দেয়। এর ফলে আপনি যখন কোন ব্যক্তির সাথে ফোনে কথা বলেন তখন আপনার ভয়েস স্পষ্টভাবে অন্য ব্যক্তির কাছে ধরা দেয়। আবার স্মার্ট ফোনে নিচের অংশ চার্জার পয়েন্ট এর কাছে মাইক্রোফোন থাকে। এর কাজও একই। পিছনে উপস্থিত নয়েজ ক্যান্সলেশন মাইক্রোফোন ব্যাকগ্রাউন্ড এর শব্দ সম্পূর্ণভাবে কমাতে কাজ করে।