Read In
Whatsapp

Google AI: বদলে গেল ‘Google Bard’, নতুন নাম কি হলো? অ্যাপে কি কি সুবিধা পাবেন?

Google AI: প্রযুক্তি যত উন্নত হচ্ছে ততই বদলে যাচ্ছে সবকিছু। ক্রমশই মানুষের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (Artificial Intelligence)। Open Ai এর ChatGPT আসার পর থেকেই ব্যাপকভাবে ব্যবহার বেড়েছে…

Published By: Palash | Published On:

Google AI: প্রযুক্তি যত উন্নত হচ্ছে ততই বদলে যাচ্ছে সবকিছু। ক্রমশই মানুষের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (Artificial Intelligence)। Open Ai এর ChatGPT আসার পর থেকেই ব্যাপকভাবে ব্যবহার বেড়েছে AI-এর। তবে এবার ChatGPT-কে টেক্কা দিতে Google তার উন্নত মডেল Gemini AI লঞ্চ করল। এই মডেলটি Google Bard এর চেয়েও অনেক বেশি স্মার্ট। এমনটাই দাবি করা হচ্ছে সংস্থার পক্ষ থেকে।

What is Google Gemini AI

Google Bard-কে আরও শক্তিশালী করবে এই Gemini AI। এমনকি Google Pixel Phone-এ এ আই ফিচারের ভিত সুদৃঢ় করতেও সাহায্য করবে লেটেস্ট ল্যাঙ্গুয়েজ মডেল (LLM)। মোট তিনটি সাইজে লঞ্চ হয়েছে Google Gemini AI। সেগুলি হল ন্যানো, প্রো এবং আল্ট্রা। সবকিছু ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই সাধারণ মানুষের জন্য উপলব্ধ হবে গুগলের নতুন লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (LLM)। বিভিন্ন রিপোর্ট থেকে পাওয়া তথ্য অনুযায়ী অন্তত এমনটাই জানা যাচ্ছে।

Advantages Of Google Gemini AI

সূত্রের খবর, Gemini ন্যানো উপলব্ধ হবে Pixel 8 Pro মডেলটিতে। এই স্মার্টফোনে যে সমস্ত AI ফিচার যুক্ত হয়েছে সেগুলি আরও শক্তিশালী করতে সাহায্য করবে Gemini AI।

অন্যদিকে আবার Gemini Pro মিলবে Google Bard এ। Google Bard সংস্থার Chatbot এবং ChatGPT- র সঙ্গে সহজেই পাল্লা দিতে পারবে এটি। পাশাপাশি Gemini আলট্রা-ও দেখা যাবে Google Bard-এর মধ্যে।

Google AI

Google Gemini AI Model

Google সংস্থার তরফ থেকে দাবী করা হচ্ছে, Gemini AI ব্যবহার করার আসল উদ্দেশ্য হল যেকোনো ডিভাইসে দ্রুতগতির কাজ সম্পন্ন করা। প্রো ভার্সন হল একসঙ্গে একগুচ্ছ কাজ করার ক্ষমতা রাখবে। আর সবচেয়ে শক্তিশালী হলো আল্ট্রা ভার্সন। এই ত্রিস্তরীয় কার্যকলাপের মাধ্যমে গুগল নিশ্চিত করতে চাইছে যে তাদের লেটেস্ট লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (LLM) সাধারণ মানুষের সব ধরনের কাজে ব্যবহার করা যাবে।

সহজেই কোন ডিভাইসের দ্রুত কাজ করতে হোক কিংবা একসঙ্গে করতে হোক একাধিক কাজ অথবা ল্যাঙ্গুয়েজ প্রসেসিং-এর শক্তিশালী এবং জটিল কাজ সব কিছুরই সমাধান পাওয়া যাবে Google Gemini AI Model এ। সম্প্রতি এই প্রসঙ্গে সংস্থার তরফ থেকে একটি টুইট করা হয়েছে। আর সেখানেই ইঙ্গিত মিলেছে এবার হয়তো নাম পরিবর্তন করা হতে পারে Google Bard এর।