Read In
Whatsapp

LG, Xiaomi থেকে TCL, মাত্র 15,000 টাকার মধ্যেই মন মাতানো ফিচারস পাবেন এই 5টি দুর্দান্ত স্মার্ট টিভিতে

বিগত কয়েক বছর ধরে স্মার্ট টিভির জনপ্রিয়তা প্রচুর পরিমাণে বেড়েছে। সাধারণ টিভি ছেড়ে অনেকেই স্মার্ট টিভির দিকে ঝুঁকছেন। আপনিও যদি একটি স্মার্ট টিভি কেনার প্ল্যান করে থাকেন তাহলে আপনার জন্য…

Published By: Debosmita Dhar | Published On:

বিগত কয়েক বছর ধরে স্মার্ট টিভির জনপ্রিয়তা প্রচুর পরিমাণে বেড়েছে। সাধারণ টিভি ছেড়ে অনেকেই স্মার্ট টিভির দিকে ঝুঁকছেন। আপনিও যদি একটি স্মার্ট টিভি কেনার প্ল্যান করে থাকেন তাহলে আপনার জন্য এই প্রতিবেদন। এখানে থাকলো 15 হাজারের মধ্যে 5টি স্মার্ট টিভির সন্ধান-

1) LG SMART TV : 32inch স্মার্ট টিভিটির অন্যতম প্রধান বিষয় এতে WebOS রয়েছে যা ভালো অভিজ্ঞতা প্রদান করবে‌। এতে হালকা বেজেল পাবেন। ছবি রেজোলিউশন এ খুব বেশি না ফলে একদম ঝকঝকে ছবি দেখতে পাওয়া কিছুটা কঠিন। বরং কিছুটা Faded দেখায় বলেই তথ্য মিলেছে। ফিচারের তালিকায় আছে Airplay।

Price- 13499 টাকা

2) Xiaomi Smart TV A : এতে মিলবে প্রিমিয়ায মেটাল Bezel-less ডিজাইন, Patchwall, Dolby Audio এর সাথে 20W specker , Vivid picture engine, Google Tv। এর রিমোটটিও মিনিমাল ডিজাইনের সাথে আসে যা লুককে আরো
প্রিমিয়াম বানায়।

Price- 10999 টাকা

3) TCL S5400 A : LED ডিসপ্লে সাপোর্টেড এই টিভি 60Hz রিফ্রেশ রেট সমর্থন করে। এতে রয়েছে Android OS, 550MHz গ্রাফিক্স প্রসেসর। 24w Specker এর সাথে আসে টিভিটি।

Price- 9990 টাকা

4) Infinix W1 : QLED স্ক্রিন টাইপের এই 32inch স্মার্ট টিভিটির অন্যতম প্রধান বিষয় এতে WebOS রয়েছে। টিভিটি 60Hz রিফ্রেশ রেট অফার করে, 20W Sound Output পাওয়া যায় এতে।

Price- 9499 টাকা

5) Toshiba V35 Mp : এতে পাবেন 20w specker যুক্ত Dolby Audio, REGZA HG Engine, HD Resolution, AI picture Optimizer। 2টো USB পোর্ট মিলবে মিলবে এতে।

Price- 13,999 টাকা