Read In
Whatsapp

Instagram থেকে পছন্দের Reel Download করুন 1 সেকেন্ডে, জেনে নিন গোপন পদ্ধতি

Instagram: বর্তমান সময়ে Instagram একটি জনপ্রিয় অ্যাপ হয়ে উঠেছে। দিনে দিনে এর ব্যবহারকারীর সংখ্যা বেড়ে চলেছে। আর এর মূল কারণ রিলস। ম্যাসেজিং প্ল্যাটফর্ম হিসেবে এটি যত না ব্যবহার করা হয়…

Published By: Debosmita Dhar | Published On:

Instagram: বর্তমান সময়ে Instagram একটি জনপ্রিয় অ্যাপ হয়ে উঠেছে। দিনে দিনে এর ব্যবহারকারীর সংখ্যা বেড়ে চলেছে। আর এর মূল কারণ রিলস। ম্যাসেজিং প্ল্যাটফর্ম হিসেবে এটি যত না ব্যবহার করা হয় তার থেকে বেশি ব্যবহার হয় রিলস্ দেখার জন্য। বিভিন্ন ধরনের রিলস্-এর জন্য জনপ্রিয় এই অ্যাপ।

অনেকেই রয়েছেন যারা এই রিলস্ দেখার সময় পছন্দের রিলসগুলিকে গ্যালারিতে ডাউনলোড করে রাখতে চান। তবে অনেকে ফোনের গ্যালারিতে ডাউনলোড করতে চাইলেও পারেন না। অনেকে আবার অন্য অ্যাপের সাহায্য নেন। কিন্তু জানেন কি এখন আপনি চাইলে instagram থেকে ডাউনলোড করে নিতে পারবেন আপনার পছন্দের reel!

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি ক্রমাগত নিজেদের আপডেট করছে। গত এক বছরে অনেকটাই বদলেছে instagram. আর এখন ইনস্টাগ্রামে এসেছে এক নয়া ফিচার। বর্তমানে পাবলিক অ্যাকাউন্ট থেকে Reel Download করে নেওয়ার বিশেষ সুযোগ থাকছে। এই ফিচারটি প্রথমে মার্কিন যুক্তরাষ্ট্র চালু করা হয়েছিল তবে বর্তমানে বিশ্বব্যাপী উপলব্ধ।

How to Download insta Reels

  • প্রথমে Appটি খুলুন ও আপনি যেইটি ডাউনলোড করতে চান তাতে ক্লিক করুন।
  • রিলে share আইকনে ক্লিক করুন।
  • এখানে ডাউনলোড অপশন পেয়ে যাবেন সেখান থেকেই ডাউনলোড করে নিন।

এই রিলস আপনার ফোনে সেভ থাকবে। তবে রিল ডাউনলোডের বেশ কিছু ক্ষেত্রে টার্মস এন্ড কন্ডিশন রয়েছে।

How public users on Instagram can manage Reel Settings

  • নিজের প্রোফাইল ওপেন করুন‌।
  • Hamburger menu সিলেক্ট করুন ও Gear icon এ ক্লিক করুন।
  • এবার Privacy _ Reels & Remix এ Tap করুন।
  • রিলস ডাউনলোড যোগ্য করতে শেষে Toggle Switch অন করুন।