Read In
Whatsapp

WhatsApp: আরও দ্রুত হবে ফাইল ট্রান্সফার, এবার হোয়াটসঅ্যাপেও মিলবে ব্লুটুথের মতো সুবিধা!

WhatsApp: বিগত বেশ কয়েক বছরে মেসেজিং অ্যাপ হিসেবে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে WhatsApp। সমগ্র বিশ্বজুড়েই নিজের অস্তিত্ব টিকিয়ে রেখেছে জনপ্রিয় এই অ্যাপ। ইনস্ট্যান্ট ম্যাসেজিং এর পাশাপাশি ফাইল ট্রান্সফার করার ক্ষেত্রেও বড়…

Published By: Additiya Banerjee | Published On:

WhatsApp: বিগত বেশ কয়েক বছরে মেসেজিং অ্যাপ হিসেবে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে WhatsApp। সমগ্র বিশ্বজুড়েই নিজের অস্তিত্ব টিকিয়ে রেখেছে জনপ্রিয় এই অ্যাপ। ইনস্ট্যান্ট ম্যাসেজিং এর পাশাপাশি ফাইল ট্রান্সফার করার ক্ষেত্রেও বড় ভূমিকা পালন করে এই অ্যাপটি। আর এবার জুড়তে চলেছে নয়া সংযোজন। আশেপাশে থাকা অন্য ব্যক্তিকে খুব সহজেই পাঠানো যাবে ফাইল।

WhatsApp New Features

সম্প্রতি Wabetainfo ইঙ্গিত দিয়েছে WhatsApp-এর এই নয়া ফিচার সম্পর্কে। জানা যাচ্ছে, ব্লুটুথ এর মাধ্যমে কাজ করবে এই নয়া ফিচার। নাম ‘People Nearby’। এই ফিচারের মাধ্যমে WhatsApp ব্যবহারকারীরা খুব সহজেই আশেপাশে থাকা অন্য WhatsApp ব্যবহারকারীকে ফাইল পাঠিয়ে দিতে পারবেন। আর এই ফিচার থাকবে সম্পূর্ণ এন্ড টু এনক্রিপ্টেড। অর্থাৎ ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যাওয়ার কোনো চিন্তা থাকবে না ব্যবহারকারীদের।

অ্যাপেল এয়ারড্রপ এবং অ্যান্ড্রয়েড নিয়ারবাই শেয়ার ফিচার-এর মতোই কাজ করবে হোয়াটসঅ্যাপের এই নয়া ফিচারটি। যদিও এখনই মিলবে না এই সুবিধা। কারণ বর্তমানে এই ফিচারটি রয়েছে পরীক্ষাধীন অবস্থায়। রোল আউট হওয়ার পর WhatsApp আপডেট করলেই দেখা যাবে এই ফিচার।

আরও পড়ুন: Ram Mandir: আজ Ram Mandir-এ প্রাণ প্রতিষ্ঠা, কীভাবে ফোন থেকে দেখবেন Live? জানুন

How To Work WhatsApp New Feature People Nearby

  • সেন্ডার এবং রিসিভার দুজনকেই অন রাখতে হবে এই ফিচার।
  • যেকোনো ফাইল সেন্ড করার আগে ‘People  Nearby’ ফিচার অন করে শেয়ার করতে হবে।
  • এরপরেই রিসিভারের কাছে চলে আসবে একটি রিকোয়েস্ট। সেটি এক্সেপ্ট করলেই ফাইল ট্রান্সফার শুরু হয়ে যাবে।
  • এই ফিচারের মাধ্যমে খুব সহজেই একবারে 2GB ডেটার ফাইল পাঠানো সম্ভব।