Read In
Whatsapp

UPI: এবারে সরাসরি টাকা Receive করতে পারবেন Singapore থেকে! ভারতীয়দের জন্য দুর্দান্ত ফিচারস নিয়ে হাজির UPI

UPI: বিগত বেশ কয়েক বছরে ব্যাপক জনপ্রিয়তা বেড়েছে UPI পেমেন্টের। বিশেষ করে করোনা-লকডাউন পরিস্থিতিতে কমবেশি সকলেই ভরসা রেখেছেন ডিজিটাল পেমেন্ট অপশনে। আর এবার মিলল দারুণ খবর। এবার ভারতে বসেই সিঙ্গাপুরের…

Published By: Additiya Banerjee | Published On:

UPI: বিগত বেশ কয়েক বছরে ব্যাপক জনপ্রিয়তা বেড়েছে UPI পেমেন্টের। বিশেষ করে করোনা-লকডাউন পরিস্থিতিতে কমবেশি সকলেই ভরসা রেখেছেন ডিজিটাল পেমেন্ট অপশনে। আর এবার মিলল দারুণ খবর। এবার ভারতে বসেই সিঙ্গাপুরের সঙ্গে করা যাবে লেনদেন। সবটাই হবে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস অর্থাৎ UPI এর মাধ্যমে।

সম্প্রতি একটি সাংবাদিক সাক্ষাৎকারে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ NPCI জানিয়েছে, এবার থেকে সিঙ্গাপুরে যে সমস্ত ভারতীয় প্রবাসীরা রয়েছেন তারা সরাসরি ভারতীয়দের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রেমিট্যান্স পাঠাতে পারবে। সবটাই সম্ভব হবে UPI এবং PayNow এর মধ্যে ক্রস-বর্ডার লিঙ্কেজের মাধ্যমে।

UPI Payment Receive From Singapore

এই সুবিধা পেতে হলে অবশ্যই স্মার্টফোনে ইন্সটল থাকতে হবে Paytm, BHIM, PhonePe, Axis Bank, DBS Bank India, SBI, ICICI Bank, Indian Bank, Indian Overseas Bank এর UPI Payment অ্যাপগুলি। তাহলেই মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই সিঙ্গাপুর থেকে ভারতে টাকা লেনদেন করা যাবে। সরাসরি টাকা পাঠানো যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টেও।

আরও পড়ুন: Jio Recharge Plan: কম টাকায় মিলবে অফুরন্ত ইন্টারনেট, অতিরিক্ত ডাটা মিলছে Reliance Jio-এর এই 2 Recharge Plan-এ

সম্প্রতি NPCI-এর একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘ভারত ও সিঙ্গাপুরের মধ্যে আন্তঃসীমান্ত অর্থপ্রদানের জন্য পরিকাঠামোর উন্নয়নের দিকে UPI এবং PayNow সংযোগ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই উদ্যোগটি খুব দ্রুততার সঙ্গে এবং সস্তা ও আরও স্বচ্ছ ক্রস-বর্ডার পেমেন্টের জি-20 এর অগ্রাধিকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত’। ওই বিবৃতিতে আরও উল্লখ করা হয়েছে, ‘ইন্টারঅপারেবিলিটি RBI এবং সিঙ্গাপুরের মুদ্রা কর্তৃপক্ষের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার ফলাফল এবং আন্তঃসীমান্ত লেনদেনে UPI-এর ক্রমবর্ধমান গ্রহণ আর্থিক অনুভূতি বৃদ্ধি করে এবং ভারতের সামগ্রিক বৃদ্ধিকে উৎসাহিত করার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে’।