Read In
Whatsapp

BoAt, Noise থেকে Ptron, মাত্র 1500 টাকার মধ্যে পাবেন এই 5টি দুর্দান্ত স্মার্টওয়াচ, জেনে নিন ফিচারস

কয়েক বছরের মধ্যেই দেশে স্মার্টওয়াচের চাহিদা বহু গুণ বেড়েছে। আর বাজারের চাহিদা পূরণের জন্য Noise, Boat, Fire Boltt-এর মত দেশের কয়েকটি স্টার্ট আপ প্রতিযোগিতা শুরু করেছে। এমন পরিস্থিতিতে অনেকের মনেই…

Published By: Debosmita Dhar | Published On:

কয়েক বছরের মধ্যেই দেশে স্মার্টওয়াচের চাহিদা বহু গুণ বেড়েছে। আর বাজারের চাহিদা পূরণের জন্য Noise, Boat, Fire Boltt-এর মত দেশের কয়েকটি স্টার্ট আপ প্রতিযোগিতা শুরু করেছে। এমন পরিস্থিতিতে অনেকের মনেই প্রশ্ন আসতে পারে এর মধ্যে স্বল্প মূল্যে বেস্ট ফিচার কিসে পাওয়া যাবে! আজকের প্রতিবেদনে রইল তার উত্তর। রইল 1500 টাকা দামের মধ্যে দূর্দান্ত ফিচার যুক্ত কয়েকটি Smartwatch-এর সন্ধান —

1. Noise Colorfit Pulse Grand : 

  • Price – 1499
  • 60টি স্পোর্টস মোড পেয়ে যাবেন 1.69 ইঞ্চি HD ডিসপ্লে যুক্ত এই স্মার্টওয়াচটিতে।
  • এটি চার্জ হতে সময় নেবে মাত্র 2.5 ঘন্টা।
  • উল্লেখ্যযোগ্য বৈশিষ্ট্য বলতে এতে Spo2 এর মাত্রা নিরীক্ষণ করতে পারবেন।

2. Fire Boltt Ninja 3

  • Price – 1099
  • এতে পাবেন 43mm HD display, 60টি স্পোর্টস মোড, SpO2 স্বাস্থ্য পর্যবেক্ষনের সুবিধা, কল ও ম্যাসেজের নোটিফিকেশন ইত্যাদি।

3. OLICOM M1 : 

  • Price – 449
  • অ্যালার্ম ক্লক, স্টপওয়াচ, মিউজিক কন্ট্রোলের মতোন বৈশিষ্ট্য পাবেন এতে।
  • যেহেতু এতে IP68 জলরোধী রেটিং রয়েছে তাই সাঁতার কাটার সময় ব্যবহার করতে পারবেন।
  • অনেককিছু ট্র্যাকিং এর সুবিধাও দেওয়া হয়েছে এতে।

4. Ptron Reflect Callz

  • Price – 999
  • এতে পাবেন 8টি স্পোর্টস মোড।
  • এতে ফিটনেস ট্র্যাক যেমন করতে পারবেন তেমন স্বাস্থ্য পরীক্ষার জন্য আছে SpO2 মনিটর, রক্তচাপ মনিটর।
  • স্লিপ মনিটরিংও করতে পারবেন এই স্মার্টওয়াচে।
  • বিভিন্ন কলিং ও ম্যাসেজের নোটিফিকেশন, নয়েজ ডিটেকশন, ক্যালকুলেটর, ক্যামেরা মিউজিক কন্ট্রোলের মতোন বৈশিষ্ট্য পাবেন স্মার্টওয়াচটিতে।

5. BoAt Wave Style : 

  • Price – 1099
  • এখানে পাবেন 150-এর বেশি ওয়াচ ফেস, 10+ স্পোর্টস মোড।
  • এর ব্যাটারি একবার চার্জ দিলে 7 দিন পর্যন্ত থাকে বলে কোম্পানির দাবি।
  • বিভিন্ন অ্যাকটিভিটি ট্র্যাকারও পেয়ে যাবেন স্মার্টওয়াচটির সাথে।