Read In
Whatsapp

Instragram: মাত্র 100জন ফলোয়ার্স হলেই কেল্লাফতে! বিশেষ সুযোগ Instagram-এর

Instragram: ফেসবুকের পাশাপাশি ব্যাপক জনপ্রিয়তা বাড়ছে ইনস্টাগ্রামের (Instragram)। যার ফলোয়ার্স সংখ্যা যত বেশি তিনি তত জনপ্রিয়। এমনকি আজকাল Instagram-এর ফলোয়ার্স সংখ্যা দেখেই সুযোগ মিলছে অভিনয় জগতে। আর সে কারণে ফেসবুক…

Published By: Additiya Banerjee | Published On:

Instragram: ফেসবুকের পাশাপাশি ব্যাপক জনপ্রিয়তা বাড়ছে ইনস্টাগ্রামের (Instragram)। যার ফলোয়ার্স সংখ্যা যত বেশি তিনি তত জনপ্রিয়। এমনকি আজকাল Instagram-এর ফলোয়ার্স সংখ্যা দেখেই সুযোগ মিলছে অভিনয় জগতে। আর সে কারণে ফেসবুক দুনিয়াকে বিদায় জানিয়ে তরুণ প্রজন্ম ঝুঁকছেন Instagram-এর দিকে।

সম্প্রতি ব্যবহারকারীদের সুবিধার্থে একগুচ্ছ নিয়মে পরিবর্তন এনেছে Meta। এবার থেকে ফলোয়ার্স সংখ্যা 50,000 হোক কিংবা 100 সহজেই মিলবে ব্লু টিক। অর্থাৎ এখন আর ব্লু টিক পাওয়ার জন্য অপেক্ষা করে বসে থাকতে হবে না ব্যবহারকারীদের। কেবলমাত্র বেশ কিছু কাজ করলেই মিলে যাবে এই সুবিধা। এক নজরে দেখে নেওয়া যাক Instragram-এ ব্লু টিক পাওয়ার জন্য ঠিক কী করতে হবে ব্যবহারকারীদের।

Instragram New Update

Instragram-এ ব্লু টিক পাওয়ার জন্য আগের মতো কোনো প্রক্রিয়া বেছে নিতে হবে না ব্যবহারকারীদের। বলা ভালো, জনপ্রিয়তা অনুযায়ী ব্লু টিক পাওয়ার সিস্টেমের দিন শেষ হয়ে গিয়েছে। ফলোয়ার্সদের সঙ্গে নেই আর কোনো সম্পর্ক।

আরও পড়ুন: Find My Device: আর থাকবে না কোনো চিন্তা, ফোন হারিয়ে গেলে খুঁজে পাবেন সহজে! আজই ইনস্টল করে রাখুন এই বিশেষ অ্যাপ

  • এই সুবিধা পেতে হলে প্রথমেই চলে যেতে হবে নিজের প্রোফাইলে।
  • এরপর একেবারে নিচের ডানদিকে দেখা মিলবে 3 টি লাইনের।
  • সেখানে ক্লিক করে মেটা ভেরিফাইড করে নিতে হবে।
  • এরপর 699 টাকা দিতে হবে চার্জ।
  • সঙ্গে আইডি প্রুফ হিসেবে প্রয়োজন পড়বে যে কোনো একটি সরকারি আইডি কার্ডের ছবি।

অ্যান্ড্রয়েড হোক কিংবা আইওএস উভয় ইউজাররাই পাবেন সাবস্ক্রিপশন। এর জন্য কেবলমাত্র প্রত্যেক মাসে খরচ করতে হবে 699 টাকা। জানিয়ে রাখি, যত দিন জমা দেওয়া হবে টাকা ততদিন পাওয়া যাবে ব্লু টিক। পেমেন্ট করা বন্ধ করে দিলেই গায়েব হয়ে যাবে এই ব্যবস্থা।