Read In
Whatsapp

WhatsApp New Features: এবার এক ক্লিকেই কেল্লাফতে! মুহূর্তেই একগুচ্ছ সোশ্যাল মিডিয়ায় দেওয়া যাবে একই স্ট্যাটাস

WhatsApp New Features: 8 থেকে 80 সকলেই অবসর সময় কাটিয়ে নেওয়ার জন্য বেছে নিচ্ছেন সোশ্যাল মিডিয়া। কারোর পছন্দ হোয়াটস অ্যাপ কারোর আবার ফেসবুক। অনেকেই ব্যক্তিগত জীবনের নানান খুঁটিনাটি স্ট্যাটাসের মাধ্যমে…

Published By: Debosmita Dhar | Published On:

WhatsApp New Features: 8 থেকে 80 সকলেই অবসর সময় কাটিয়ে নেওয়ার জন্য বেছে নিচ্ছেন সোশ্যাল মিডিয়া। কারোর পছন্দ হোয়াটস অ্যাপ কারোর আবার ফেসবুক। অনেকেই ব্যক্তিগত জীবনের নানান খুঁটিনাটি স্ট্যাটাসের মাধ্যমে আপলোড করে থাকেন এই প্ল্যাটফর্ম গুলিতে। তাদের জন্য এলো সুখবর। খুব শীঘ্রই নয়া ফিচার শুরু হচ্ছে হোয়াটসঅ্যাপে (WhatsApp New Features)।

WhatsApp New Features

এতদিন পর্যন্ত কোনো স্ট্যাটাস দিতে হলে ফেসবুক ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপে আলাদা আলাদা ভাবে আপলোড করতে হতো। তবে এবার সেই ঝামেলা মিটতে চলেছে চিরতরে। খুব শীঘ্রই নয়া ফিচারস আসছে হোয়াটসঅ্যাপে (WhatsApp New Features)। কেবলমাত্র হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়েই তা শেয়ার করে নেওয়া যাবে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে।

মাত্র 10,000 টাকায় মিলছে 5G স্মার্টফোন! থাকছে ফাস্ট চার্জিং-সহ একাধিক নজরকাড়া ফিচারস

বর্তমানে ইনস্টাগ্রামে কোনো ছবি কিংবা ভিডিও আপলোড করলে তা খুব সহজেই ভাগাভাগি করে নেওয়া যায় ফেসবুকের সঙ্গে। এবার সেই সুবিধা পাওয়া যাবে হোয়াটসঅ্যাপেও। বিভিন্ন রিপোর্ট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গুগল প্লে বিটা প্রোগ্রামের অধীনে 2.23.25.20 ভার্সনের হোয়াটস অ্যাপ ব্যবহারকারীদের জন্য নিয়ে আসছে এই সুবিধা। এই সুবিধা পাওয়ার জন্য বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে আমজনতাকে।

যারা একই স্ট্যাটাস বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তুলে ধরতে চান তাদের জন্য এটি হতে পারে ওয়ান ক্লিক ফিচার। অর্থাৎ হোয়াটস অ্যাপ থেকেই খুব সহজেই এই ফিচার ব্যবহার করে স্ট্যাটাস আপলোড করা যাবে ফেসবুক এবং ইনস্টাগ্রামে। আবার যারা এই সুবিধা নিতে চান না তারা রাখতে পারবেন অফ করেও। এতে একদিকে যেমন মাত্র কয়েক ক্লিকেই এক প্রান্ত থেকে অন্য প্রান্ত চলে যাবে স্ট্যাটাস ঠিক তেমনই সময় বাঁচবে অনেকটাই। তবে এই ফিচার ব্যবহার করার ক্ষেত্রে রয়েছে বেশ কিছু শর্ত।