Read In
Whatsapp

WhatsApp: সুরক্ষিত থাকবে Personal Chat, WhatsApp-এ আসছে এই গোপন Feature

WhatsApp: একটা সময় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হিসেবে সাধারণের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছিল হোয়াটসঅ্যাপ (WhatsApp)। বর্তমানে অবশ্য এই অ্যাপে এসেছে একগুচ্ছ বদল। আর সে কারণেই অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলির মতোই…

Published By: Debosmita Dhar | Published On:

WhatsApp: একটা সময় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হিসেবে সাধারণের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছিল হোয়াটসঅ্যাপ (WhatsApp)। বর্তমানে অবশ্য এই অ্যাপে এসেছে একগুচ্ছ বদল। আর সে কারণেই অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলির মতোই হয়ে দাঁড়িয়েছে এটিও। ফলে খুব সহজেই নজরে পড়ছে স্ক্যামারদের। নিমেষের মধ্যেই ফাঁস হয়ে যাচ্ছে গোপন তথ্য। তবে অনেকেই জানেন না যে হোয়াটসঅ্যাপে সুরক্ষা এবং গোপনীয়তা বজায় রাখতে একগুচ্ছ ফিচার রয়েছে। কী কী? সেটাই তুলে ধরা হলো আজকের এই প্রতিবেদনে।

WhatsApp New Features

স্ক্রিন শেয়ার

অন্যান্য ভিডিও কল অ্যাপগুলির মতোই হোয়াটসঅ্যাপেও করা যায় স্ক্রিন শেয়ার। এই ফিচারের সাহায্যে ভিডিও কলের মাধ্যমে গুরুত্বপূর্ণ ডিটেলস শেয়ার করা সম্ভব। এর জন্য আলাদা করে আর মিটিং করার প্রয়োজন পড়বে না।

শর্ট ভিডিও ম্যাসেজ

মেসেজ টাইপিং করতে অনেকেরই লাগে বিরক্ত। আর তাই সুবিধার্থে প্রিয়জন কিংবা বন্ধুবান্ধবকে ভয়েস মেসেজ পাঠিয়ে দেন অনেকেই। তবে এবার থেকে কিন্তু পাঠানো যাবে শর্ট ভিডিও। এই সুবিধা পেতে হলে প্রথমেই চলে যেতে হবে সেটিংস এ। এরপর ক্লিক করতে হবে চ্যাট অপশনে। Short Video মেসেজ ফিচারটি চালু করতে হবে। ব্যাস তাহলেই হয়ে যাবে কাজ।

আরও পড়ুন: UPI: UPI Payment এর নিয়মে বড়সড় পরিবর্তন, কী কী যোগ হল? জানুন এখনই

লক করে রাখা যাবে হোয়াটসঅ্যাপ চ্যাট

অ্যাপ লকের পাশাপাশি এখন থেকে করা যাবে চ্যাট লক। এর ফলে গোপন মেসেজ থেকে যাবে গোপনে। সহজে কেউ চাইলেও খুলতে পারবেন না অ্যাকাউন্ট। এমনকি অ্যাপের পাসওয়ার্ড জানলেও ব্যক্তিগত চ্যাট দেখতে পাবেন না।

চ্যাট ব্যাকআপ

ডেটা নিরাপদে রাখতে হলে চ্যাট ব্যাকআপ অপশন ব্যবহার করতেই হবে। এটি থাকে Google অ্যাকাউন্ট স্টোরেজে। তবে সেখানে যদি কম স্টোরেজ থাকে তাহলে সাবস্ক্রিপশন নিয়ে নিতে হবে Google One এর। এরপর নিশ্চিন্তে এন্ড টু এন্ড এনক্রিপশন চালু করে চ্যাট ব্যাকআপ করা যাবে।