Read In
Whatsapp

Jio: ফ্রি এর দিন এবার শেষ, প্রিমিয়াম সাবস্ক্রিপশন প্ল্যান নিয়ে হাজির মুকেশ আম্বানির টেলিকম সংস্থা

Jio: বিগত প্রায় বেশ কয়েক বছর ধরেই ভারতের বাজারে পসার জমিয়ে রেখেছে জিও (Jio)। একের পর এক দুর্ধর্ষ প্ল্যান নিয়ে হাজির হচ্ছে মুকেশ আম্বানির (Mukesh Ambani) টেলিকম সংস্থা। তবে এবার…

Published By: Debosmita Dhar | Published On:

Jio: বিগত প্রায় বেশ কয়েক বছর ধরেই ভারতের বাজারে পসার জমিয়ে রেখেছে জিও (Jio)। একের পর এক দুর্ধর্ষ প্ল্যান নিয়ে হাজির হচ্ছে মুকেশ আম্বানির (Mukesh Ambani) টেলিকম সংস্থা। তবে এবার গ্রাহকদের জন্য এলো দুঃখের খবর। আর ফ্রিতে দেখা যাবে না জিও টিভি (Jio TV)। করতে হবে রিচার্জ। তবে খারাপ খবরের মধ্যেও রয়েছে ভালো কিছু।

বিভিন্ন ওটিটি অ্যাপের চাহিদার কথা মাথায় রেখে এবার আরও সস্তায় প্রিপেড প্ল্যান নিয়ে হাজির হল রিলায়েন্স জিও। এবার এক রিচার্জেই মিলবে 14 টি ওটিটি অ্যাপের সাবস্ক্রিপশন। জিও টিভির দর্শক সংখ্যা বাড়াতেই এমন উদ্যোগ। এমনটাই মতামত বিশেষজ্ঞ মহলের।

আরও পড়ুন: Jio: দুর্দান্ত সুযোগ, এক রিচার্জে মিলছে একগুচ্ছ পরিষেবা! ভ্যালিডিটি সারাবছর

Jio Recharge Plan

এই রিচার্জ প্ল্যানের নাম জিও টিভি প্রিমিয়াম প্ল্যান। মেয়াদ 28 দিন। এই রিচার্জেই মিলবে আনলিমিটেড কলিং, প্রতিদিন 2 GB ডেটা, প্রতিদিন 100 এসএমএস এর সুবিধা। সঙ্গে Zee5, Disney+Hotstar এর মতো ওটিটি অ্যাপের সাবস্ক্রিপশন। সঙ্গে পেয়ে যাবেন জিও সিনেমা প্রিমিয়াম ব্যবহার করার সুবিধা। এই সুবিধা পাওয়ার জন্য গ্রাহকদের খরচ করতে হবে মাত্র 398 টাকা। 28 দিন পর্যন্ত পাওয়া যাবে ভ্যালিডিটি।

তবে কেবলমাত্র এই একটি প্ল্যান নয়। এছাড়াও আরও দুটি প্ল্যান নিয়ে হাজির হয়েছে জনপ্রিয় এই টেলিকম সংস্থা জিও (Jio)। যদি কোনো গ্রাহক 84 দিনের জন্য রিচার্জ করাতে চান তাহলে খরচ পড়বে 1,198 টাকা। আর যদি কেউ 1 বছরের জন্য রিচার্জ করাতে চান তাহলে খরচ পড়বে 4,498 টাকা।