Read In
Whatsapp

ইন্টারনেট কাজ করছে না ফোনে! চিন্তা নেই কোনো, অনায়াসেই এইভাবে সাহায্য পাবেন Google Map-এর

Google Map আমাদের জীবনটা যেন আরও সহজ করে দিয়েছে! বর্তমানে প্রযুক্তির উন্নতিতে পৃথিবীর প্রায় যে কোন প্রান্তে রাস্তা চিনিয়ে দেওয়ার কাজটি সহজেই করে দিচ্ছে এই Google Maps. এর ওপর ভরসা…

Published By: Debosmita Dhar | Published On:

Google Map আমাদের জীবনটা যেন আরও সহজ করে দিয়েছে! বর্তমানে প্রযুক্তির উন্নতিতে পৃথিবীর প্রায় যে কোন প্রান্তে রাস্তা চিনিয়ে দেওয়ার কাজটি সহজেই করে দিচ্ছে এই Google Maps. এর ওপর ভরসা করেই অজানা পথেও অনায়াসে পাড়ি দিচ্ছে মানুষজন। কিন্তু এই গুগল ম্যাপছে আপনার ডিভাইসের ম্যাপ সেভ করে রাখতে দেয় তা কি জানতেন!

সাধারণত রিমোট জায়গায় গেলে নেটওয়ার্ক কানেক্টিভিটির সমস্যা হয়। আর এই ফিচার দারুন কাজে আসবে এই সময়। সেভ করে রাখা ম্যাপের সাহায্যে অফলাইনে নেভিগেশন ব্যবহার করতে পারবেন এমনকি সেই জায়গায় ডিরেকশনও পেয়ে যাবেন। কিভাবে! জেনে নিন বিস্তারিত-

How to use Google Map In Offline Mode

  • এই ফিচারটি পেতে আপনাকে প্রথমেই যে এলাকায় যাবেন তার একটি মানচিত্র ডাউনলোড করতে হবে।
  • মানচিত্র ডাউনলোড করতে প্রথমে গুগল ম্যাপ অ্যাপে যান ও যে অঞ্চলের জন্য মানচিত্র ডাউনলোড করতে চান সেই এলাকার উপর ক্লিক করুন।
  • এবার স্ক্রিনের উপর Downloads-এ ক্লিক করুন। মানচিত্র ডাউনলোড হয়ে গেলে আপনি এবার এটি অফলাইনে দেখতে পাবেন।
  • অফলাইনে ম্যাপ ব্যবহার করতে একইভাবে Google Map -এ যান আর আপনি যে জায়গাটি দেখতে চান তা সিলেক্ট করুন। যেহেতু মানচিত্র ডাউনলোড করা আছে তাই ইন্টারনেট কানেকশন না থাকলেও সেই ম্যাপ দেখতে পাবেন।
  • যে জায়গার ম্যাপ দেখতে চান তা সার্চ করে Instructions এ ক্লিক করুন। পাবলিক ট্রান্সপোর্ট লাইন এবং স্টেশন এখানে দেখতে পাবেন।
  • তবে মনে রাখবেন ইন্টারনেট না থাকার কারণে ট্রাফিক ইনফরমেশন ফিচারটি কাজ নাও করতে পারে।