Read In
Whatsapp

Find My Device: আর থাকবে না কোনো চিন্তা, ফোন হারিয়ে গেলে খুঁজে পাবেন সহজে! আজই ইনস্টল করে রাখুন এই বিশেষ অ্যাপ

Find My Device: স্মার্টফোন ছাড়া এখন যেন একটা দিন অতিবাহিত করতে পারেন না 8 থেকে 80 কেউই। অফিসের কাজ হোক কিংবা বিনোদন। সবই এখন হয়ে যাচ্ছে মুঠোফোনে। তবে অনেক সময়…

Published By: Additiya Banerjee | Published On:

Find My Device: স্মার্টফোন ছাড়া এখন যেন একটা দিন অতিবাহিত করতে পারেন না 8 থেকে 80 কেউই। অফিসের কাজ হোক কিংবা বিনোদন। সবই এখন হয়ে যাচ্ছে মুঠোফোনে। তবে অনেক সময় বাইরে কোথাও ঘুরতে গিয়ে স্মার্টফোন হারিয়ে ফেলেন অনেকেই। আর এর পরেই নানান রকম সমস্যার মুখোমুখি হতে হয় আমজনতাকে। এবার আর নেই সেই চিন্তা, স্মার্টফোন হারিয়ে গেলেও সেটি খুঁজে নেওয়া যাবে খুব সহজেই। তবে তার জন্য অবশ্যই থাকতে হবে Find My Device অ্যাপটি।

কেবলমাত্র অ্যান্ড্রয়েড স্মার্টফোন নয়। এই অ্যাপের মাধ্যমেই খুঁজে নেওয়া যাবে ব্লুটুথ ইয়ারবাড এবং পিক্সেল ওয়াচ। এমনকি সংস্থার ট্যাবেও ‘Find My Device’ অ্যাপ ইন্সটল করা যাবে। এই অ্যাপে বাড়তি কিছুই করতে হবে না কারণ খুব সহজেই অ্যান্ড্রয়েড স্মার্টফোনের তথ্য এবং লোকেশন অটোমেটিক ট্র্যাক করে নিতে পারবে গুগল।

আরও পড়ুন: Rog Phone 8: রয়েছে দারুণ গ্রাফিক্স, ফুল বাজার কাঁপাতে আসছে ফুল গেমিং ফিচারস সহ এই বিশেষ ফোন

How To Use Find My Device App

  • এর জন্য প্রথমেই চলে যেতে হবে গুগল প্লে স্টোরে।
  • এরপর সেখান থেকে ইনস্টল করে নিতে  হবে ‘Find My Device’ অ্যাপটি।
  • এরপর ইমেল আইডি দিয়ে করে নিতে হবে লগইন।
  • এই অ্যাপ ব্যবহার করার জন্য সর্বদা অন রাখতে হবে ফোনের লোকেশন।

Find My Device App Advantage

  • লোকেশন ট্র্যাক করে খুব সহজেই জেনে নেওয়া যাবে কোথায় রয়েছে ডিভাইসটি।
  • রয়েছে এলার্ট সিস্টেম।
  • স্মার্টফোন হারিয়ে গেলে সেটি যদি কেউ অন করেন তাহলে বেজে উঠবে সাউন্ড। যা শুনে ফোন খুঁজে পাওয়া হয়ে যাবে সহজ।
  • বাড়ির অন্যান্য সদস্যের স্মার্টফোনের খুঁটিনাটিও খুব সহজেই যোগ করা যাবে এখানে। আর সে কারণে জুড়ে দিতে হবে জিমেইল অ্যাকাউন্ট।