Read In
Whatsapp

Credit Card: Recharge-এ পাবেন 5% অবধি Cashback, আরও ধামাকাদার অফার মিলছে এই 3টি কার্ডে

Credit Card: আজকাল সবকিছুই হয়ে যাচ্ছে অনলাইনে। বাড়িতে বসে দেশ-বিদেশের খবরা খবর জানতে হোক কিংবা মোবাইল রিচার্জ। এমনকি ইলেকট্রিক বিলও দেওয়া যাচ্ছে UPI Payment অ্যাপগুলি থেকেই। আবার অনেকেই বিভিন্ন সুবিধার…

Published By: Debosmita Dhar | Published On:

Credit Card: আজকাল সবকিছুই হয়ে যাচ্ছে অনলাইনে। বাড়িতে বসে দেশ-বিদেশের খবরা খবর জানতে হোক কিংবা মোবাইল রিচার্জ। এমনকি ইলেকট্রিক বিলও দেওয়া যাচ্ছে UPI Payment অ্যাপগুলি থেকেই। আবার অনেকেই বিভিন্ন সুবিধার জন্য বেছে নিচ্ছেন ক্রেডিট কার্ড (Credit Card)। কম বেশি সকলের ফোনেই UPI Payment অপশন রয়েছে ঠিকই কিন্তু Credit Card ব্যবহার করে বিল পেমেন্ট অথবা মোবাইল রিচার্জ করলেই মিলছে ক্যাশব্যাক।

Credit Card

Axis Bank ACE Credit Card

Google Pay অ্যাপের মাধ্যমে Axis Bank ACE Credit Card ব্যবহার করে মোবাইল রিচার্জ, ডিটিএইচ রিচার্জ এবং বৈদ্যুতিক বিল কিংবা গ্যাস ও জলের বিল পেমেন্ট করলেই মিলবে 5 শতাংশ ক্যাশব্যাক। আবার এই কার্ড ব্যবহার করে সুইগি কিংবা জোম্যাটো থেকে অনলাইনে খাবার কিনলে বা Ola-Uber এর ভাড়া দিলে 4 শতাংশ ক্যাশব্যাক পেয়ে যাবেন ব্যবহারকারীরা। এছাড়াও অন্যান্য লেনদেনের ক্ষেত্রেও 2 শতাংশ থাকছে ক্যাশব্যাক।

Airtel Axis Bank Credit Card

Airtel Thanks App ব্যবহার করে Airtel Axis Bank Credit Card দিয়ে খুব সহজেই বিদ্যুতের বিল, জলের বিল এবং গ্যাসের বিল দিতে পারবেন আমজনতা। প্রত্যেকটি পেমেন্টের ওপর মিলবে 10 শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক। আবার এই অ্যাপের মাধ্যমে যদি এয়ারটেল মোবাইল অথবা ডিটিএইচ রিচার্জ করা হয় তাহলে মিলবে 25 শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক।

Axis Bank Freecharge Credit Card

মোবাইল রিচার্জ হোক কিংবা ডিটিএইচ রিচার্জ। অথবা বৈদ্যুতিক বিল পেমেন্ট। Axis Bank Freecharge Credit Card থাকলেই মিলবে 5 শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক। আবার এই কার্ড ব্যবহার করে যদি Ola কিংবা Uber এর মতো অনলাইন অ্যাপগুলিতে পেমেন্ট করা হয় তাহলে মিলবে 2 শতাংশ ক্যাশব্যাক।