Read In
Whatsapp

OnePlus 11R vs OPPO Reno 11 Pro: দুই ফোনের মধ্যে আপনার জন্য কোনটা বেস্ট? ফিচার্স দেখে বিচার করুন

প্রিমিয়াম সেগমেন্টে আইফোনের সাথে পাল্লা দিয়ে যে ফোনটি জনপ্রিয় হয়েছে সেটি হল OnePlus। তবে এর সাথে প্রতিযোগিতায় কিন্তু আছে Oppo-ও। আজকে প্রতিবেদনে আমরা কথা বলব OnePlus 11R ও Oppo Reno…

Published By: Debosmita Dhar | Published On:

প্রিমিয়াম সেগমেন্টে আইফোনের সাথে পাল্লা দিয়ে যে ফোনটি জনপ্রিয় হয়েছে সেটি হল OnePlus। তবে এর সাথে প্রতিযোগিতায় কিন্তু আছে Oppo-ও। আজকে প্রতিবেদনে আমরা কথা বলব OnePlus 11ROppo Reno 11 Pro-এর বিষয়ে‌। পারফরম্যান্স ক্যামেরা সব দিক থেকেই এই দুই ফোন একে অপরের তুলনা যোগ্য। সবকিছুর বিচারে কে এগিয়ে যাচ্ছে চলুন দেখে নেওয়া যাক একনজরে।

OnePlus 11R : এতে রয়েছে 6.7 ইঞ্চির ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে, যা 120Hz Refresh Rate অফার করে। ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8+Gen 1 চিপসেট ব্যবহার করা হয়েছে। ক্যামেরার কথা বললে, 50MP+8MP+2MP ট্রিপল রিয়ার ক্যামেরা যুক্ত এই ফোনে রয়েছে 16মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফোনটি 3 টি স্টোরেজ বিকল্পে আসে- 8GB+128GB, 16GB+256GB, 18GB+512GB100W Fast Charging Suppot যুক্ত এই ফোনটি 5000mAh Battery সহ আসে।

Oppo Reno 11 Pro : এতে রয়েছে 6.7 ইঞ্চির স্ক্রিন তবে এটি OLED ডিসপ্লে যুক্ত। এই ফোনেও রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8+Gen 1 চিপসেট। তবে এই ফোনটি 2টি স্টোরেজ বিকল্পে আসে- 12GB+256GB, 12GB+512GB। আগের ফোনটির মতোন এতেও ত্রিপল ক্যামেরা সেটআপ দেখা যায়। ক্যামেরা গুলি হল- 50MP+ 32MP+8MP। আর এর সেলফি ক্যামেরাটি 32 MP-এর। 80W Fast Charging Suppot যুক্ত এই ফোনটি 4700mAh Battery সহ আসে।

দুটির বিচার করলে Oppo Reno 11 Pro ডিভাইসটি ক্যামেরার জন্য আসলেই ভালো কিন্তু যদি ব্যাটারি ও চার্জিং ক্ষমতা দেখা যায় তাহলে OnePlus 11R এগিয়ে যায়। কার্যক্ষমতা সম্পর্কে উভয় স্মার্টফোন একই চিপসেট দ্বারা চালিত তাই প্রায় একই কর্মক্ষমতা প্রদান করতে সক্ষম। দুটি ডিভাইস পারফরম্যান্স এবং ডিসপ্লের দিক থেকে প্রায় একই রকম আর দুটির কোনো গুণ একে অপরের থেকে এগিয়ে যায়। তাই আপনার জন্য ভালো অপশন উভয়ই হতে পারে।