Read In
Whatsapp

Chat GPT : কিভাবে ভয়েস চ্যাট করবেন Chat GPT-র মাধ্যমে? জেনে নিন উপায়

বিশ্বে দ্রুত গতিতে অ্যাডভান্স হচ্ছে প্রযুক্তি। আর এই যাত্রায় কার্যত চালকের ভূমিকায় রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI)। এর ফলে দিনকে দিন প্রযুক্তি পরিষেবা আরও আপডেটেড হয়ে চলেছে। বর্তমানে এই AI এর…

Published By: Debosmita Dhar | Published On:

বিশ্বে দ্রুত গতিতে অ্যাডভান্স হচ্ছে প্রযুক্তি। আর এই যাত্রায় কার্যত চালকের ভূমিকায় রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI)। এর ফলে দিনকে দিন প্রযুক্তি পরিষেবা আরও আপডেটেড হয়ে চলেছে। বর্তমানে এই AI এর দুনিয়াতেই অন্যতম চর্চার বিষয় হয়ে উঠেছে Chat GPT!কিভাবে চালাবেন Chat GPT-এর ভয়েস চ্যাট ফিচার! চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত-

2022 সালে নভেম্বরে এসেছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চ্যাটবট Chat GPT। এটি একটি একটি অত্যাধুনিক ভাষা প্রক্রিয়াকরণ AI মডেল OpenAI দ্বারা তৈরী। ইউজারদের যেকোনো প্রশ্নের উত্তর সহজেই দিয়ে দিতে পারে এই চ্যাটবট। অনেকেই এই ফিচার ব্যবহার জানেননা এখনো। চলুন জেনে নিন ফিচারটি কিভাবে ব্যবহার করবেন।

CHAT GPT ভয়েস চ্যাট ব্যবহার করতে CHAT GPT মোবাইল অ্যাপের প্রয়োজন। এই অ্যাপটি চাইলে আপনি গুগল প্লে বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আপনার যদি অ্যান্ড্রয়েড ফোন থাকে তাহলে গুগল প্লে থেকে ডাউনলোড করে নিন আর আইফোন থাকলে অ্যাপ স্টোর থেকে। নীচে স্টেপ বাই স্টেপ পদ্ধতি দেওয়া হল-

  1. প্রথমে আপনার ডিভাইসে Chat GPT অ্যাপটি ডাউনলোড ও ইন্সটল করে নিন।
  2. যদি ডাউনলোড করা থাকে তাহলে দেখে নিন আপনার কাছে সর্বশেষ সংস্করণ রয়েছে কিনা।
  3. এবার অ্যাকাউন্টে লগইন করে ভয়েস চ্যাট অন করুন। যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে নতুন একটি অ্যাকাউন্টে সাইন ইন করুন‌।
  4. ভয়েস চ্যাট অন করার পর চ্যাটের ডানদিকে এক হেডফোন আইকন দেখতে পাবেন সেটা ক্লিক করুন।
  5. এবার আপনি ভয়েসে কিছু প্রশ্ন করুন। ভয়েস চ্যাট অন হয়ে গেলে  আইকনে ক্লিক করে এবং আপনার ভয়েস ব্যবহার করে Chat GPTএর সঙ্গে কথোপকথন করতে পারেন।