Read In
Whatsapp

Nokia G50 5G: হাওয়ায় উড়ে যাবে Vivo-Oppo! দুর্দান্ত Smartphone লঞ্চ করলো Nokia

Nokia G50 5G: দশকের পর দশক ধরে আমজনতার মন জয় করে রেখেছে Nokia। একটা সময় এই সংস্থার কিপ্যাড ফোন ঘুরতো সকলের হাতে হাতে। তবে Smartphone- র জামানায় অবশ্য কিছুটা ফিকে…

Published By: Palash | Published On:

Nokia G50 5G: দশকের পর দশক ধরে আমজনতার মন জয় করে রেখেছে Nokia। একটা সময় এই সংস্থার কিপ্যাড ফোন ঘুরতো সকলের হাতে হাতে। তবে Smartphone– র জামানায় অবশ্য কিছুটা ফিকে হয়ে গিয়েছিল জনপ্রিয়তা। কিন্তু বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমি ছাড়তেও রাজি নয় Nokia। আর সে কারণে বিগত বেশ কয়েক বছর ধরে একের পর এক দুর্দান্ত Smartphone নিয়ে হাজির হচ্ছে এই সংস্থা। সম্প্রতিও পাওয়া গেল এমনই একটি খবর। বাজার কাঁপাতে আসছে Nokia G50 5G

Nokia G50 5G

সময়ের সঙ্গে সঙ্গে বদলে যায় সবকিছুই। একটা সময় যেমন বাজারে কিপ্যাড ফোনের জনপ্রিয়তা ছিল তুঙ্গে। বর্তমানে ঠিক তেমনই রমরমা বেড়েছে 5G Smartphone-এর। যদিও দামের কারণে অনেকের মনে ইচ্ছে থাকলেও 5G ফোন কেনা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখেন। তবে এবার আর নেই সেই চিন্তা। খুব কম দামে দুর্দান্ত 5G Smartphone নিয়ে হাজির হতে চলেছে Nokia। মিলছে একগুচ্ছ ফিচার্স। এক নজরে দেখে নেওয়া যাক এই ফোনের যাবতীয় খুঁটিনাটি।

সংস্থার তরফ থেকে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা না হলেও সোশ্যাল মিডিয়ায় কিন্তু ছড়িয়ে পড়েছে এই ফোনের যাবতীয় খুঁটিনাটি। সেখান থেকেই জানা যাচ্ছে চলতি বছরের মাঝামাঝি সময় ভারতের বাজারে লঞ্চ করা হতে পারে Nokia G50 5G ফোনটি। এই ফোন সঙ্গে থাকলে পকেটে নিয়ে ঘুরতে হবে না পাওয়ার ব্যাঙ্ক। কারণ এই ফোনেই মিলছে বাহুবলি ব্যাটারি। এমনকি সূত্রের খবর, থাকছে 65W ফাস্ট চার্জার। অর্থাৎ খুব অল্প সময়ের মধ্যেই সম্পূর্ণ ফোন হয়ে যাবে চার্জ। আর সে কারণেই চিন্তিত হতে হবে না আমজনতাকে।

Nokia G50 Features and Specifications

  • Processor- MediaTek Dimensity 7020 +
  • Rear Camera- 64 MP + 12 MP + 2 MP
  • Front Camera- 32 MP
  • Battery- 6800mAh
  • Display- 6.65 inch
  • Launch Date- June 2024 (Expected)
  • Price- 15,500 (Expected)

উল্লেখ্য, সাধারণ মানুষের চাহিদার কথা চিন্তা করে খুব অল্প দামের মধ্যেই 5G ফোন লঞ্চ করে চলেছে একের পর এক Smartphone প্রস্তুতকারক সংস্থা। এই তালিকায় যেমন নাম রয়েছে Realme, Redmi র। ঠিক তেমনই রয়েছে Samsung, Vivo, Oppo। আর এবার এই লড়াই ময়দানে নাম লেখাতে চলেছে Nokia