Read In
Whatsapp

Lenovo ThinkBook: বিশ্বে প্রথম ট্রান্সপারেন্ট ল্যাপটপ নিয়ে এল Lenovo, ফিচার দেখলে মাথা ঘুরে যাবে

Lenovo ThinkBook: জল্পনা ছিল দীর্ঘদিন ধরেই। অবশেষে সেই জল্পনায় পড়ল সিলমোহর। মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস 2024 (MWC 2024) এ বিশ্বের প্রথম স্বচ্ছ ল্যাপটপ প্রদর্শন করলো জনপ্রিয় সংস্থা Lenovo। Lenovo ThinkBook ট্রান্সপারেন্ট…

Published By: Palash | Published On:

Lenovo ThinkBook: জল্পনা ছিল দীর্ঘদিন ধরেই। অবশেষে সেই জল্পনায় পড়ল সিলমোহর। মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস 2024 (MWC 2024) এ বিশ্বের প্রথম স্বচ্ছ ল্যাপটপ প্রদর্শন করলো জনপ্রিয় সংস্থা LenovoLenovo ThinkBook ট্রান্সপারেন্ট ডিসপ্লে হল এমন একটি ডিভাইস যা বিশাল 17.3 ইঞ্জি বেজেল লেস সি থ্রু বিশাল ডিসপ্লে সহ প্রকাশ্যে এসেছে। এতে রয়েছে 720p রেজোলিউশন সহ একটি মাইক্রো এলইডি স্ক্রিন। এছাড়াও একগুচ্ছ ফিচার্স রয়েছে এই ল্যাপটপে।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো Lenovo ThinkBook এ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI জেনারেটেড কন্টেন্ট প্রযুক্তিকে করা হয়েছে একীভূত। এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে ব্যবহারকারীরা বাস্তব বিষয়ের বস্তুর সঙ্গে যোগাযোগ করতে পারবেন সরাসরি। যদিও এখনই কিন্তু এই ল্যাপটপ কিনতে পারবেন না গ্রাহকরা। করতে হবে বেশ কিছুদিন অপেক্ষা।

Lenovo ThinkBook

মোবাইল হোক কিংবা ল্যাপটপ। বরাবরই একের পর এক দুর্ধর্ষ ফিচার সহ ডিভাইস লঞ্চ করে প্রতিটি মানুষের মন জয় করে নিয়েছে জনপ্রিয় সংস্থা Lenovo। স্মার্টফোনের জামানায় সেভাবে ছাপ ফেলতে না পারলেও বর্তমান বাজারে যে কয়েকটি ল্যাপটপ সংস্থা রয়েছে সেই প্রত্যেকটি সংস্থাকে শেয়ানে শেয়ানে টক্কর দিচ্ছে Lenovo। এর আগেও সংস্থার তরফ থেকে বহু ল্যাপটপ লঞ্চ করা হয়েছে ভারতে বাজারে। আর এবার আসছে Lenovo ThinkBook। এক নজরে দেখে নেওয়া যাক নানান খুঁটিনাটি।

Lenovo ThinkBook Features and Specifications

  • Lenovo ThinkBook এ মিলছে স্বচ্ছ ডিসপ্লে।
  • ডিসপ্লের একেবারে উপরেই রয়েছে ক্যামেরা।
  • এই ক্যামেরার মাধ্যমে ছবি সনাক্ত করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তথা AI ব্যবহার করা যাবে।
  • অন্যান্য ল্যাপটপের মতোই এই ল্যাপটপের সফটওয়্যার বেশ আধুনিক এবং এতে রয়েছে Windows 11।
  • সংস্থার তরফ থেকে এখনো পর্যন্ত হার্ডওয়ার স্পেসিফিকেশন সম্পর্কিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
  • ডিসপ্লে এবং কিবোর্ড উভয়ই স্বচ্ছ। কীবোর্ড লেজার প্রয়োজন হলে কি গুলি প্রজেক্ট করবে এবং সমর্থন করবে নানান রকমের স্টাইল।
  • সংস্থার তরফ থেকে জানা গেছে Lenovo ThinkBook এ ট্রান্সপারেন্ট ডিসপ্লেতে ডিসপ্লে প্যানেলটি মাইক্রো এলইডি প্রযুক্তি দিয়ে তৈরি করা হয়েছে।
  • এটি সর্বোচ্চ 1000 নিট পর্যন্ত উজ্জ্বলতার সঙ্গে উচ্চতর রং স্যাচুরেশনে সক্ষম।
  • এই ল্যাপটপের স্ক্রিনটি অভ্যন্তরীণ এবং বহিরঙ্গন উভয় ব্যবহারের জন্য অপটিমাইজ করা হবে। এমনটাই জানানো হয়েছে সংস্থার তরফে।
  • Lenovo ThinkBook হাতে পাওয়ার অপেক্ষায় দিন গুনছেন ল্যাপটপ প্রেমীরা।