Read In
Whatsapp

‘Redmi’, ‘Samsung’ থেকে ‘Motorola’, মাত্র 20,000 টাকায় পাবেন দুর্দান্ত এই 5 মোবাইল, জেনে নিন ফিচার্স

বেশিরভাগ গ্রাহকরাই ১০ থেকে ১৫ হাজারের মধ্যে ফোন খোঁজেন। আর কিছু ক্ষেত্রে ভালো ক্যামেরা কোয়ালিটি এবং স্টোরেজের জন্য কুড়ি হাজারের মধ্যে ফোন খোঁজেন গ্রাহকরা। যারা এই মুহূর্তে এমনই একটি মিড…

Published By: Debosmita Dhar | Published On:

বেশিরভাগ গ্রাহকরাই ১০ থেকে ১৫ হাজারের মধ্যে ফোন খোঁজেন। আর কিছু ক্ষেত্রে ভালো ক্যামেরা কোয়ালিটি এবং স্টোরেজের জন্য কুড়ি হাজারের মধ্যে ফোন খোঁজেন গ্রাহকরা। যারা এই মুহূর্তে এমনই একটি মিড বাজেটের ফোন খুঁজছেন তাদের জন্যই রইল সেরা পাঁচ অপশন-

 

1. Redmi Note 11T 5G : 6.6 ইঞ্চি FHD+ ডিসপ্লে যুক্ত এই ফোনটি 90Hz Refresh Rate প্রদান করে। ফোনটিতে উন্নত পারফরম্যান্সের জন্য দেওয়া রয়েছে মিডিয়াটেক ডায়মনসিটি ৮১০ অক্টাকর প্রসেসর।

2. Realme Narzo 50 : এই ফোনটিতে উন্নত পারফরমেন্সের জন্য দেওয়া রয়েছে Mediatek Helio G96 Processor ও Mali G57 MC2 GPU। অর্থাৎ যারা গেমিং পছন্দ করেন তাদের জন্য ভালো অপশন।

3. Poco X5 Pro : 6.67 ইঞ্চি FHD+ Amoled ডিসপ্লে যুক্ত এই ফোনে উপস্থিত রয়েছে স্ন্যাপড্রাগন ৭৭৮ জি চিপসেট। এই ফোনে দুটি স্টোরেজ অপশন পাবেন- 6 GB/8 GB Ram ও 128 GB/256 GB Storage। সব থেকে আকর্ষণীয় বিষয় এর ক্যামেরা। Poco X5 Pro ফোনে দেওয়া রয়েছে 108 MP প্রাইমারি ক্যামেরা আর সাথে 16 MP সেলফি ক্যামেরা। আবার ফোনটির ব্যাটারি ব্যাকআপও দারুন। 67 ওয়াট ফাস্ট চার্জিং যুক্ত 5000 mAh ব্যাটারি অফার করে ফোনটি।

4. Samsung M34 5G : এটি EXYNOS 1280 প্রসেসরে চলে‌। 6.5 ইঞ্চি FHD+ Super Amoled ডিসপ্লে যুক্ত এই ফোনে উপস্থিত রয়েছে 50 MP প্রাইমারি ক্যামেরা, 6000 mAh ব্যাটারি।

5. Moto G84 5G : 6.5 ইঞ্চি FHD+ poled ডিসপ্লে যুক্ত এই ফোনে রয়েছে কোয়েলকম স্ন্যাপড্রাগন 695 চিপ, 12 GB Ram, 256 GB Storage। এর ক্যামেরাও যথেষ্ট আকর্ষণীয়। OIS সহ এই ফোনে রয়েছে 50 মেগাপিক্সেল প্রধান ক্যামেরা। সাথে ফোনটির ব্যাটারি ব্যাকআপ দারুণ। 33 ওয়াট ফাস্ট চার্জিং সমর্থনযুক্ত এতে রয়েছে 5000 mAh battery.