Read In
Whatsapp

Chat History Transfer: এক ফোন থেকে অন্য ফোনে করুন চ্যাট হিস্ট্রি ট্রান্সফার, জানেন এই সহজ পদ্ধতি?

পুরনো ফোন থেকে হোয়াটসঅ্যাপ চ্যাট হিস্ট্রি ট্রান্সফার করা এখন অনেক সহজ হয়ে গিয়েছে। পুরনো এন্ড্রয়েড ফোন থেকে চ্যাট হিস্ট্রি ট্রান্সফার করার জন্য বর্তমানে হোয়াটসঅ্যাপ এর কাছে রয়েছে একটি ফিচার। যার…

Published By: Debosmita Dhar | Published On:

পুরনো ফোন থেকে হোয়াটসঅ্যাপ চ্যাট হিস্ট্রি ট্রান্সফার করা এখন অনেক সহজ হয়ে গিয়েছে। পুরনো এন্ড্রয়েড ফোন থেকে চ্যাট হিস্ট্রি ট্রান্সফার করার জন্য বর্তমানে হোয়াটসঅ্যাপ এর কাছে রয়েছে একটি ফিচার। যার মাধ্যমে সমস্ত রকম চ্যাটের ডাটা রিকভার করা সম্ভব। তবে মনে রাখবেন peer to peer payment message ও call history ট্রান্সফার করা সম্ভব না।

Chat History Transfer করতে যেগুলি প্রয়োজন-

  • Android OS Lolipop 5.1, SDK 23 বা তার উপরে, Android 6 বা তার বেশি install করা থাকতে হবে।
  • পুরনো ও নতুন ফোনে Same ফোন নম্বর ব্যবহার করতে হবে।
  • পুরনো ফোনে মাইগ্রেশন না হওয়া পর্যন্ত নতুন ফোনে হোয়াটসঅ্যাপ রেজিস্টার করা যাবেনা।
  • দুটি ফোন কাছাকাছি থাকতে হবে।
  • দুটি ফোন power source এর সাথে কানেক্টেড থাকতে হবে।
  • চ্যাট ট্রান্সফার করার আগে নির্দিষ্ট ডিভাইসের অনুমতি প্রয়োজন।

Chat History Transfer করার নিয়ম

  • Old phone- পুরনো ফোনে হোয়াটসঅ্যাপ ওপেন করুন।
  • এবার More options _ Settings _Chats_Transfer Chat_Start এ ট্যাপ করুন।
  • নতুন ফোনে যে request permission আসবে সেটি accept করুন। আর নতুন ফোনে যে QR Code আসবে সেটি Scan করুন।
  • New Phone- হোয়াটসঅ্যাপ ডাউনলোড ও ওপেন করুন।
  • Accept terms and conditions _ Verify your phone number এ ট্যাপ করুন‌।
  • এবার Transfer History from old phone এ ট্যাপ করে এটি start করুন।
  • যে request permission আসবে সেটি accept করুন। QR CODE দেখতে পাবেন।
  • পুরনো ফোন থেকে Scan করুন।
  • পুরনো ও নিউ ফোন কানেক্ট করার জন্য invitation accept করুন।
  • চ্যআট হিস্ট্রি ট্রান্সফারের সময় দুটি ফোন আনলক রাখুন আর অবশ্যই Whatsapp লিভ করবেন না।
  • import সম্পূর্ণ হলে আপনার Chat history transfer হয়ে যাবে‌।