Read In
Whatsapp

Oppo Reno Series: Supervooc Charger সমেত মিলবে MediaTek Dimensity 8200 Processor, জানুন Oppo Reno 11 Pro এর Specification

প্রায় প্রত্যেক মোবাইল কোম্পানি বছরের শুরুতে দারুন চমক দিয়েছে। Oppo ও নতুন বছর নতুন ধামাকা দিতে প্রস্তুত। সদ্যই খবর মিলেছে চলতি বছর আসতে চলেছে Oppo Reno 12 series. তারমাঝেই খবর…

Published By: Debosmita Dhar | Published On:

প্রায় প্রত্যেক মোবাইল কোম্পানি বছরের শুরুতে দারুন চমক দিয়েছে। Oppo ও নতুন বছর নতুন ধামাকা দিতে প্রস্তুত। সদ্যই খবর মিলেছে চলতি বছর আসতে চলেছে Oppo Reno 12 series. তারমাঝেই খবর মিলছে নভেম্বরে চীনে লঞ্চ করা Oppo Reno 11 ভারতের বাজারে পা রেখেছে।

জানা যাচ্ছে কোম্পানিটি এখন এই সিরিজের প্রিমিয়াম মিড রেঞ্জ স্মার্টফোনগুলি ভারতে বিক্রি শুরু করেছে। বিভিন্ন ই কমার্স সাইটেই উপলদ্ধ এই series এর ফোনগুলি। বর্তমানে আপনি চাইলেই বিভিন্ন সাইট থেকে কিনে নিতে পারবেন Oppo Reno 11 Series এর ফোনগুলি। চলুন ফোনটি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক-

পাবেন 12টিরও বেশি OTT চ্যানেল, 1000GB Data সহ বিনামূল্যে ইনস্টলেশন!

Oppo Reno 11 সম্পর্কে বলতে গেলে এই সিরিজের Oppo Reno 11 pro পারফরম্যান্স ক্যামেরা সব দিক থেকেই অন্য প্রিমিয়াম ফোনের সাথে তুলনা যোগ্য। এই ফোনে দেওয়া হয়েছে হাইপার টোন ইমেজ, ব্যাটারি হেলথ ইঞ্জিন, Supervooc Charging এর মতোন আধুনিক প্রযুক্তি।

Oppo Reno 11 Pro: Specification

  • Display-6.7 inch AMOLED Screen
  • Refresh Rate-120 Hz
  • Processor -MediaTek Dimensity 8200
  • OS- Android14
  • RAM & Storage – 8GB/12GB, 256GB/512GB
  • Camera- 50MP+ 32MP+8MP
    Selfie- 32 MP
  • Battery -80W Fast charging suppoted 4700mAh battery
  • Oppo Reno 11 Series: Price in India
  • Oppo Reno 11 Pro- 35000
  • standard Oppo Reno 11- 28000

অন্যান্য বৈশিষ্ট্যের কথা বললে এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ও স্টেরিও স্পিকার থাকছে।
উল্লেখ্য Oppo Reno 11 ডিভাইসটি ক্যামেরার জন্য যেমন ভালো তেমন ব্যাটারি ও চার্জিং ক্ষমতাও যথেষ্ট মজবুত।