Read In
Whatsapp

বাড়ছে Cybercrime, নিজের Strong Password তৈরি করুন এইভাবে

স্মার্ট ফোন হোক বা অন্যান্য ডিভাইস কিংবা গুগল অ্যাকাউন্ট বা অন্যান্য সাইটের অ্যাকাউন্ট তৈরি সব ক্ষেত্রেই কিন্তু পাসওয়ার্ড মাস্ট! সবকিছু সুরক্ষিত রাখার প্রথম ধাপই হল একটি ঠিকঠাক পাসওয়ার্ড সেট করা।…

Published By: Debosmita Dhar | Published On:

স্মার্ট ফোন হোক বা অন্যান্য ডিভাইস কিংবা গুগল অ্যাকাউন্ট বা অন্যান্য সাইটের অ্যাকাউন্ট তৈরি সব ক্ষেত্রেই কিন্তু পাসওয়ার্ড মাস্ট! সবকিছু সুরক্ষিত রাখার প্রথম ধাপই হল একটি ঠিকঠাক পাসওয়ার্ড সেট করা। কিন্তু আমরা অনেকে পাসওয়ার্ড সেট করার সময় অজান্তে কিছু ভুল করে ফেলি। বিশেষত অধিকাংশ মানুষ পাসওয়ার্ড মনে রাখা সহজ হবে ভেবে নিজের জন্মদিন বা বিশেষ দিনের তারিখ দিয়ে পাসওয়ার্ড সেট করেন। কিন্তু আদপে শক্তিশালী পাসওয়ার্ড কিভাবে তৈরি করবেন তা কি জানেন!

আপনি যদি একটি Strong Password সেট করতে চান তাহলে অবশ্যই এই টিপসগুলো মাথায় রাখতে হবে। গুগলের পরামর্শ অনুযায়ী এইভাবে সেট করুন Storage password-

  • নাম, ফোন নম্বর, জন্ম তারিখ- এইসব সাধারণ তথ্য যা আপনার ব্যক্তিগত তথ্য এগুলি দিয়ে পাসওয়ার্ড তৈরি করা উচিত নয় কারণ হ্যাকাররা এইসব তথ্য সহজে হাতিয়ে নিতে পারে। এছাড়াও আপনার পাসওয়ার্ড অনুমান করাও সহজ হয়ে যাবে হ্যাকারদের কাছে।
  • আপনার Password হওয়া উচিত অক্ষর, সংখ্যা ও চিহ্নের সংমিশ্রণ।
  • Strong Password তৈরি করতে চাইলে তারমধ্যে Character ব্যবহার করুন। যেমন- @,# ইত্যাদি।
  • সর্বত্র একই পাসওয়ার্ড রাখবেন না।
  • খুব জটিল পাসওয়ার্ড দিলে আপনি ভুলে যেতে পারেন তাই প্রয়োজনে সুরক্ষিত এবং নিরাপদে থাকবে এমন জায়গায় সেইসব পাসওয়ার্ড লিখে রাখতে পারেন।
  • দীর্ঘ পাসওয়ার্ড মনে রাখা কঠিন তাই আপনার পাসওয়ার্ডটি 12টি অক্ষর দীর্ঘ করুন।
  • মনে রাখার সুবিধার জন্য কোনো বইয়ের উক্তি, গানের লাইন, কবিতার লিরিক্স ইত্যাদি দিয়ে অনন্য পাসওয়ার্ড তৈরি করা সম্ভব।

যত দিন যাচ্ছে ততই বাড়ছে অনলাইন প্রতারণা। অপরদিকে বর্তমানে ব্যাংক একাউন্ট থেকে শুরু করে অন্যান্য ব্যক্তিগত তথ্য সবকিছুই স্মার্ট ফোনের সাথে লিংআপ রয়েছে। তাই পাসওয়ার্ড সেট করার বিষয়ে সাবধান থাকুন।