Read In
Whatsapp

আগামী দু’ঘণ্টার মধ্যেই বন্ধ হয়ে যেতে পারে আপনার Mobile Number!

আগামী ২ ঘণ্টার মধ্যে বন্ধ হয়ে যাবে সিম কার্ড, DOT এর তরফ থেকে নাকি এমনই কল আসছে গ্রাহকদের। আপনিও কি এই ধরনের কল পেয়েছেন! যদি আসে তাহলে কিন্তু সাবধান! প্রতারকরা…

Published By: Debosmita Dhar | Published On:

আগামী ২ ঘণ্টার মধ্যে বন্ধ হয়ে যাবে সিম কার্ড, DOT এর তরফ থেকে নাকি এমনই কল আসছে গ্রাহকদের। আপনিও কি এই ধরনের কল পেয়েছেন! যদি আসে তাহলে কিন্তু সাবধান! প্রতারকরা এখন নতুন ফাঁদ পেতেছে। জানুন বিস্তারিত।

ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন (DOT) এর তরফ থেকে মোবাইল ইউজারদের জন্য একটি নির্দেশ জারি করা হয়েছে। গত কয়েকদিন ধরে অভিযোগ আসছিল যে DOT এর তরফ থেকে নাকি গ্রাহকের কল করে বলা হচ্ছে আগামী ২ ঘণ্টার মধ্যে সিম বন্ধ হয়ে যাবে। সিম চালু রাখার জন্য একাধিক ব্যক্তিগত তথ্য চাওয়া হয়েছে।

আর সব থেকে গুরুতর বিষয় এই সবটাই সাইবার জালিয়াতির এক চক্র। DOT অর্থাৎ টেলিকমিউনিকেশন ডিপার্মেন্ট এর পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে এটি একটি ফেক কল যা স্ক্যামাররা করছে‌। DOT এর পক্ষ থেকে এইধরনের কল করা হয়না। সাধারণত ৫জি সিম আপগ্রেটেড নামে এই প্রতারণামূলক মেসেজ ভাইরাল হয়ে চলেছে।

এমন ম্যাসেজ পেলে যে বিষয় মাথায় রাখবেন-

এই ধরনের কলগুলি এলে না ধরারই চেষ্টা করবেন।

যদি ভুলেও ধরে ফেলেন তাহলে এই ধরনের কল বা কোন বার্তায় ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না।

এই ধরনের কোন কল পেলে DOT এর উপদেশ মেনে কল কেটে দিন ও নাম্বার ব্লক করে দিন।

এছাড়া এই নাম্বার রিপোর্ট করে দিন যাতে সেই নাম্বার থেকে কাউকে কল করা হলে যেন আগে থেকেই বুঝে যান এটি স্ক্যাম নাম্বার।

ন্যাশনাল ক্রাইম রিপোর্টিং পোর্টালে এই নাম্বারে রিপোর্ট করতে পারেন।
সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল- https://cybercrime.gov.in.