Read In
Whatsapp

জানেন, YouTube থেকে কোন চ্যানেল সবচেয়ে বেশি টাকা কামায়? দেখুন তালিকা

বর্তমানে সোশ্যাল মিডিয়ার জন্য কনটেন্ট তৈরি করা বিকল্প পেশা হিসাবে দারুন জনপ্রিয়। আর হবেনা কেন, সফল কনটেন্ট মেকাররা ইউটিউব চ্যানেল থেকে কোটি কোটি টাকা উপার্জন করে থাকেন। যেমন মার্ক ফিসব্যাক,…

Published By: Debosmita Dhar | Published On:

বর্তমানে সোশ্যাল মিডিয়ার জন্য কনটেন্ট তৈরি করা বিকল্প পেশা হিসাবে দারুন জনপ্রিয়। আর হবেনা কেন, সফল কনটেন্ট মেকাররা ইউটিউব চ্যানেল থেকে কোটি কোটি টাকা উপার্জন করে থাকেন। যেমন মার্ক ফিসব্যাক, যার ইউটিউব চ্যানেলে সাবক্রাইবার সংখ্যা ৩ কোটি ৩০ লক্ষ আর উপার্জন ৩১২ কোটি টাকা। ভারতেও ক্যারি মিনাটির কথাও সকলের জানা।

আর এতো চ্যানেলের মাঝে সব থেকে বেশি জনপ্রিয় চ্যানেল কোনটি জানেন! জানেন তাদের সাবস্ক্রাইবার সংখ্যা কত! চলুন আজকে সেই তালিকা দেখে নেওয়া যাক –

T- Series (1st)
Indian Channel
Subscriber- 254 milion
এটি একটি চলচ্চিত্র প্রযোজনা সংস্থা যা গান রেকর্ড ও ডিসট্রিবিউট করে। এটি প্রথম স্থানে রয়েছে অর্থাৎ বিশ্বব্যাপী সবথেকে বেশি সংখ্যক মানুষ এই youtube চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে।

Misterbist Channel
Subscriber- 217 milion
এই চ্যানেলে জিমি ডোনাল্ডসন বিভিন্ন বিষয়ের ভিডিও তৈরি করে। তারা তাদের উচ্চ প্রোডাকশন ভিডিওর জন্য পরিচিত।

এরপর পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছে যথাক্রমে Kids Diana Show যার Subscriber- 116milion ও Like Nastya যার Subscriber- 111milion.

এরপর সপ্তম এবং অষ্টম স্থানে রয়েছে pewDiePie ও Vlad ও Niki যাদের 11 milinon ও 106 মিলিয়ন গ্রাহক রয়েছে‌।

শেষ নবম ও দশম স্থানে রয়েছে Zee Music Company ও WWE, এদের সাবস্ক্রাইবার সংখ্যা যথাক্রমে 102 milion ও 98.4 million.