Read In
Whatsapp

Slow Internet Problem: ইন্টারনেট চলবে না আর কচ্ছপের গতিতে! এই সেটিংসটি বদলে ফেললেই কেল্লাফতে

বর্তমানে ইন্টারনেট ছাড়া স্মার্টফোন যেন একদম আনস্মার্ট! অ্যাপ ব্যবহার থেকে শুরু করে ট্রানজাকশন সর্বক্ষেত্রেই প্রয়োজন পড়ে ইন্টারনেটের। তাই স্মার্ট ফোনের ক্ষেত্রে Internet signal না পাওয়া গেলে সব থেকে বড় সমস্যার…

Published By: Debosmita Dhar | Published On:

বর্তমানে ইন্টারনেট ছাড়া স্মার্টফোন যেন একদম আনস্মার্ট! অ্যাপ ব্যবহার থেকে শুরু করে ট্রানজাকশন সর্বক্ষেত্রেই প্রয়োজন পড়ে ইন্টারনেটের। তাই স্মার্ট ফোনের ক্ষেত্রে Internet signal না পাওয়া গেলে সব থেকে বড় সমস্যার সৃষ্টি হয়।

ফোনের ইন্টারনেট স্পিড কম এই নিয়ে কমবেশি অনেকেই অভিযোগ করেন। কিন্তু প্রয়োজনের সময় ইন্টারনেট স্পিড কমে গেলে কি করবেন!

স্লো ইন্টারনেটের সমস্যা অনেকসময় ফোনের কারণেও হতে পারে। কিন্তু তার জন্য ফোন দোকানে নিয়ে যাবার কোন প্রয়োজন নেই। বাড়িতে কয়েকটি সেটিংস পরিবর্তন করলেই ঠিক হয়ে যাবে এই সমস্যা। চলুন ট্রিকস গুলো জেনে নিন –

Slow Internet Problem and solutions

  • Phone Restart: কখনো কখনো ফোন রিস্টার্ট করলে অনেক ছোটখাটো সমস্যার সমাধান হয়। অর্থাৎ আপনার ফোনের মোবাইল ডেটা স্পিড স্লো হলে প্রথমে এই অপশনটি ট্রাই করুন। অনেক সময় ফোনের অপারেটিং সিস্টেমে সমস্যার কারণে ইন্টারনেট ডাউন হয়ে যায় সেক্ষেত্রে ফোন রিস্টার্ট করলে সমস্যার সমাধান হতে পারে।
  • Network Settings: অনেক সময় নেটওয়ার্ক মোডে 2G 3G সিলেক্ট হয়ে যায় তাই নেটওয়ার্ক মোড 4G 5G করা আছে কিনা দেখে নিন। সেটিংস থেকেই এর বদল করা যায়।
    • Phone settings_Network & Int
    • ernet_Mobile Network
  • Phone Update: সফটওয়্যার আপডেটগুলি ডাউনলোড এবং ইন্সটল করা গুরুত্বপূর্ণ। কোন আপডেট এলে সেটিকে সঙ্গে সঙ্গে আপডেট করুন।
  • Delete Unnecessary Files: অনেক সময় ফোনের স্টোরেজ ভর্তির কারণেও এই ধরনের সমস্যা দেখা যায় সেক্ষেত্রে অপ্রয়োজনীয় ফাইল গুলিকে ডিলিট করুন।।
  • Flight Mode On: ফ্লাইট মোড অন করার সাথে সাথে কানেকশন রিফ্রেশ হয় তাই এই উপায়টিও দেখতে পারেন।