Read In
Whatsapp

Whatsapp Call Record: এবার WhatsApp-এও হবে Call Record! জানতেন?

কোনো গোপন কথা রয়েছে! আর সেই গোপন কথা শেয়ার করতে অনেকেই ভরসা করেন Whatsapp Call এর ওপর। মেসেজিং অ্যাপ হলেও কয়েক বছর আগে কলিং ফিচার নিয়ে এসেছে Whatsapp. আর লঞ্চের…

Published By: Debosmita Dhar | Published On:

কোনো গোপন কথা রয়েছে! আর সেই গোপন কথা শেয়ার করতে অনেকেই ভরসা করেন Whatsapp Call এর ওপর। মেসেজিং অ্যাপ হলেও কয়েক বছর আগে কলিং ফিচার নিয়ে এসেছে Whatsapp. আর লঞ্চের পর থেকেই দারুন জনপ্রিয়তা পেয়েছে এই ফিচার। আসলে Whatsapp Call Record করার কোনো ইন বিল্ট ফিচার নেই সাথে হোয়াটসঅ্যাপ Call এন্ড টু এনক্রিপ্টেড হওয়ায় অর্থাৎ বিশেষ সুরক্ষার জন্য অনেকেই Whatsapp Calling এর ওপর ভরসা করেন।

কিন্তু জানেন কি এই Whatsapp এও Call Record করা সম্ভব! কল রেকর্ড করার জন্য whatsapp এর কাছে ইন-বিল্ট কোনো ফিচার না থাকলেও একাধিক থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে WhatsApp Call Record সম্ভব।

Process Of WhatsApp Call Recording

App Name- Call Recorder: Cube ACR

সুবিধা- এই অ্যাপটি সরাসরি WhatsApp Call রেকর্ড করে ডিভাইসের ইন্টারনাল মেমোরিতে সেভ করে রাখে।

How to use Call Recorder: Cube ACR

  • প্রথমে গুগল প্লে স্টোর থেকে Call Recorder: Cube ACR অ্যাপটি ডাউনলোড করুন।
  • এটি ইনস্টল হয়ে গেলে হোয়াটসঅ্যাপে গিয়ে যে কাউকে ভয়েস কল করুন।
  • আপনি whatsapp কল শুরু করার সঙ্গে সঙ্গেই অ্যাপটি নিজে থেকেই তারা কাজ শুরু করবে। এবং আপনার কলের রেকর্ডিং ফোনের ইন্টারনাল স্টোরেজের সেভ হবে।
  • উল্লেখ্য কল করার সময় আপনি একটি কিউব কল উইজেট দেখতে পাবেন। না দেখতে পেলে অ্যাপটি খুলে ভয়েস কলের জন্য Force VoIP call অপশন বেছে নিন।

WhatsApp Call Recording in Iphone

  • এরজন্য প্রথমেMAC ডিভাইস থেকে Quick Time App Download করুন।
  • এরপর MAC ডিভাইসের সাথে
  •  আইফোন কানেক্ট করে অ্যাপটি খুলুন।
  • শেষে ফাইল অপশনে গিয়ে নিউ অডিওর রেকর্ডিং অপশন বেছে নিন।
  • Quick Time থেকে Record Button এ ক্লিক করুন।