Read In
Whatsapp

Call History Check: গ্রাহকরা দেখতে পাবেন 6 মাসের কল হিস্ট্রি, দুর্দান্ত সুযোগ নিয়ে হাজির Jio ও Airtel

Call History Check: বয়সটা 8 হোক কিংবা 80। আজকাল সকলের হাতেই রয়েছে স্মার্টফোন। বলা ভালো, এই স্মার্টফোন এখন প্রতিটি মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে। স্মার্টফোন ছাড়া যেন সারা দুনিয়াটাই…

Published By: Debosmita Dhar | Published On:

Call History Check: বয়সটা 8 হোক কিংবা 80। আজকাল সকলের হাতেই রয়েছে স্মার্টফোন। বলা ভালো, এই স্মার্টফোন এখন প্রতিটি মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে। স্মার্টফোন ছাড়া যেন সারা দুনিয়াটাই হয়ে যায় অচল। তবে অনেক সময় পড়তে হয় নানান সমস্যায়। প্রয়োজনীয় নম্বর খুঁজে পাওয়া যায় না কল হিস্ট্রিতে (Call History Check)। তবে এবার আর নেই সেই চিন্তা। আজকের প্রতিবেদনে রইল অসাধারণ টিপস যা জানলে খুব সহজেই পাওয়া যাবে কল হিস্ট্রি।

অনেক সময় প্রয়োজনীয় নম্বর সেভ করে রাখতে ভুলে যান আমজনতা। হঠাৎ করে সেই নম্বর প্রয়োজন পড়লে কল হিস্ট্রি চেক করেও তা পুনরায় পাওয়া যায় না। কারণ যেকোনো ফোনে এক থেকে দেড় মাসের বেশি কল হিস্ট্রি সেভ করা থাকে না। আর তাই সমস্যায় পড়তে হয় আমজনতাকে। যদিও একটি সহজ উপায় জানলেই কিন্তু পুরনো ছয় মাসের কল হিস্ট্রি (Call History Check) পাওয়া যাবে খুব সহজেই। এক নজরে চোখ বুলিয়ে নেওয়া যাক সেদিকেই।

Know How To Check Call History

Airtel

যারা দীর্ঘদিন ধরে Airtel সিম ব্যবহার করছেন তাদের জন্য রয়েছে একটি সহজ উপায়। এক বা দেড় মাসের নয় এবার থেকে 6 মাসের পুরনো কল হিস্ট্রি পাওয়া যাবে সহজেই।

  • প্রথমেই চলে যেতে হবে এয়ারটেলের অফিশিয়াল ওয়েবসাইটে।
  • এরপর সেখানে দিয়ে দিতে হবে মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড।
  • ইউসেজ ডিটেলস সেকশন নেগেটিভ করে নিতে হবে।
  • এরপর সেখান থেকে একটি নির্দিষ্ট সময়ের কল রেকর্ড বা হিস্ট্রি চেক করা সম্ভব।

Jio

জিওর গ্রাহকরাও পেয়ে যাবেন এই সুবিধা।

  • এরজন্য প্রথমেই খুলে নিতে হবে My Jio অ্যাপটি।
  • এরপর অ্যাপে লগইন করে দিয়ে দিতে হবে Jio নম্বর।
  • মাই স্টেটমেন্ট অপশনটি খুঁজে নিতে হবে।
  • এরপর সেখান থেকে যেকোনো দিনের কল রেকর্ড খুব সহজেই পেয়ে যাবেন গ্রাহকরা।