Read In
Whatsapp

মাত্র 10,000 টাকায় মিলছে 5G স্মার্টফোন! থাকছে ফাস্ট চার্জিং-সহ একাধিক নজরকাড়া ফিচারস

বর্তমানে ফোনের বাজারে VIVO কিংবা REDMI রমরমিয়ে চলছে। এরই মধ্যে কোনটি হবে গ্রাহকের সেরা পছন্দ তা অনেকেই বুঝে উঠতে পারেন না। কারো কারো বিশ্বাস রয়েছে Redmi এর ওপর আবার কেউ…

Published By: Debosmita Dhar | Published On:

বর্তমানে ফোনের বাজারে VIVO কিংবা REDMI রমরমিয়ে চলছে। এরই মধ্যে কোনটি হবে গ্রাহকের সেরা পছন্দ তা অনেকেই বুঝে উঠতে পারেন না। কারো কারো বিশ্বাস রয়েছে Redmi এর ওপর আবার কেউ কেউ বিশ্বাস করেন Vivo এর ওপর।

Vivo
Vivo 29 Lite

VIVO নাকি REDMI! যদি এই মুহূর্তে ফোন কিনবেন ভেবে থাকেন তাহলে এই প্রতিবেদন আপনার জন্য। আজকের প্রতিবেদনে রইলো জনপ্রিয় REDMI 12 5G vs Vivo 29 Lite এর তুলনা। দুইয়ের মধ্যে সেরা ফোনটি বেছে নিন আপনি-

Redmi 12
REDMI 12 5G

REDMI 12 5G vs Vivo 29 Lite

উভয় ফোনই হলো, বাজেট রেঞ্জে উন্নত স্পেসিফিকেশন যুক্ত 5G ফোন। সাদৃশ্যের কথা বলে দুটি ফোনেই রয়েছে 6.5 inch display যা 90Hz রিফ্রেশ রেট অফার করে। উন্নত পারফরম্যান্সের জন্য দুটি ফোনেই দেওয়া হয়েছে MediaTek Dimensity 810 CPU.

Storage

Redmi-এর ফোনটি মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে প্রসারণযোগ্য স্টোরেজ (Expandable Storage) অফার করে যেখানে Vivo এর ফোনে এই ধরনের কোনো অপশন নেই। যদি আপনার বেশি স্টোরেজ যুক্ত ফোন চায় তাহলে সে ক্ষেত্রে বিচার করলে Redmi 12 ভালো বিকল্প।

Camera

Vivo এর ফোনটিতে রয়েছে 64MP primary camera, 8MP UW ক্যামেরা, 2MP ম্যাক্রো ক্যামেরা। অপরদিকে Redmi 12তে আছে 48MP প্রাইমারি ক্যামেরা, 2MP ম্যাক্রো সেন্সর, 2MP Depth sensor. উভয় ফোনের ফ্রন্ট ক্যামেরাটি 8MP-এর।

Battery

Vivo 29 Lite ফোনটির 4500 ব্যাটারি সহ আসে যেখানে Redmi 12 5000mAh ব্যাটারি সহ আসে। চার্জিং গতির কথা বললে Vivo 29 Lite 67W ফাস্ট চার্জিং সমর্থিত (Fast Charging) অপরদিকে Redmi 12 18W Fast charging suppot যুক্ত।

Price

  • Redmi 12 – 11,999 টাকা
  • Vivo 29 Lite – 17,990 টাকা।

তাই আপনার চাহিদা ও বাজেট অনুসারে কোনটি আপনার জন্য বেস্ট হতে পারে তা ঠিক করে ফেলুন এবার।