Read In
Whatsapp

Best Laptop for Students: সস্তায় পুষ্টিকর, মাত্র 30,000 টাকায় মিলছে আকর্ষণীয় ফিচারসযুক্ত ল্যাপটপ! পড়ুয়াদের জন্য কোনটি সেরা? দেখে নিন এখনই

বর্তমানের ছাত্র-ছাত্রীদের পড়াশোনার অন্যতম একটি অংশ হয়ে উঠেছে ইন্টারনেট এবং মোবাইল। তবে বিভিন্ন রকম প্রজেক্ট বা প্রেজেন্টেশন তৈরি করার ক্ষেত্রে মোবাইলের থেকেও বেশি প্রয়োজন পড়ে ল্যাপটপের। আজকের তালিকায় তাই রইল…

Published By: Debosmita Dhar | Published On:

বর্তমানের ছাত্র-ছাত্রীদের পড়াশোনার অন্যতম একটি অংশ হয়ে উঠেছে ইন্টারনেট এবং মোবাইল। তবে বিভিন্ন রকম প্রজেক্ট বা প্রেজেন্টেশন তৈরি করার ক্ষেত্রে মোবাইলের থেকেও বেশি প্রয়োজন পড়ে ল্যাপটপের। আজকের তালিকায় তাই রইল সেরা কিছু ল্যাপটপের সন্ধান যা ডিজাইন থেকে পারফরম্যান্সেও হবে উন্নত-

Apple MacBook Air Laptop

Best Laptops for students

যদি আপনি ইন্টেরিয়ার ডিজাইন বা আর্কিটেকচার ডিজাইনের ছাত্র হন তাহলে এই ল্যাপটপটি আপনার জন্য দারুন অপশন হতে পারে। 13inch ওয়াইডস্ক্রিন সাইজ যুক্ত এই ল্যাপটপ যেকোনো ডিজাইন তৈরি করার সময় দুর্দান্ত পারফরমেন্স দেবে।

  • Storage- 8GB RAM
  • PRICE- 79,990
  • Processor- Apple M1 chip

HP LAPTOP 15s

Best Laptops for students

যদি আপনার বাজেট থাকে মিডরেঞ্জ তাহলে ভালো অপশন হতে পারে HP LAPTOP 15s. পাতলা ও লাইটওয়েট এই ল্যাপটপ সহজে বহনযোগ্য। আবার এতে রয়েছে 6Core ও 12 thread যা পারফরম্যান্সেও ভালো অভিজ্ঞতা দেবে। সাধারণত ছাত্র-ছাত্রীদের অনেকক্ষণ সময় কাটাতে হয় ল্যাপটপের সাথে তাই এতে যুক্ত করা হয়েছে অ্যান্টি গ্লেয়ার স্ক্রিন ও মাইক্রো এজ ডিসপ্লে যা চোখকে আরাম দেয়।

  • Price- 40,821 টাকা।
  • Battery Life- 10hr
  • Screen Resolution-1920*1080 pixel

Dell 15 Vostro 3520 laptop

Windows 11 Home operating সিস্টেমের সাথে আসা এই ল্যাপটপ স্কুল বা কলেজ উভয় ছাত্রছাত্রীদের জন্য ভালো অপশন। এই ল্যাপটপে অনেক পোর্ট অপশন পাবেন, এতে 8GB RAM ও পেয়ে যাবেন। Price- 37,490 টাকা।

Lenovo IdeaPad Slim3

সাশ্রয়ী মূল্যে শিক্ষার্থীর জন্য সেরা ল্যাপটপ চাইলে এটাও একটা ভালো অপশন হতে পারে। এই ল্যাপটপটিতে রয়েছে ইন্টেল কোর i3 প্রসেসর। এর স্ক্রিন রেজোলিউশন 1920*1080 পিক্সেল। মসৃণ কর্মক্ষমতাযুক্ত এই ল্যাপটপের দাম পড়বে 31,990 টাকা।